নারায়ণগঞ্জ প্রতিনিধি

রাজধানী ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে ৩৫০টি বাস নিয়ে রওনা দেন দলটির নারায়ণগঞ্জ শাখার নেতা-কর্মীর। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মাতুয়াইল হয়ে ঢাকায় প্রবেশের মুখে পুলিশের বেশ কয়েকটি চেকপোস্ট দেখা গেলেও সেখানে এসব গাড়ি থামাতে বা তল্লাশি চালাতে দেখা যায়নি।
শনিবার দুপুর ১২টা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, চাষাঢ়া থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে ঢাকায় যাত্রা শুরু করেন। এ সময় এই মহাসড়ক দিয়ে সোনারগাঁও, আড়াইহাজার ও গজারিয়া থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী বেশ কিছু গাড়ি ঢাকার দিকে যেতে দেখা যায়। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন বলেন, ‘আমরা প্রায় ৩৫০টি গাড়ি নিয়ে সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী এসব গাড়ির অধিকাংশের সামনেই শান্তি সমাবেশ লেখা বিভিন্ন ব্যানার ছিল। এ সময় বাস ও গাড়িগুলো থেকে সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তবে মহাসড়কে স্থাপিত নিরাপত্তা তল্লাশি চৌকিতে এসব গাড়ি তল্লাশি চালাতে দেখা যায়নি।
তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু বলেন, ‘আমরা সব বাসই তল্লাশি করছি। আওয়ামী লীগের বাস বলে বিনা তল্লাশিতে পার হবে এমন নয়। আমাদের পাশাপাশি ডিএমপিও তল্লাশি করছে।’
চেকপোস্টে জনগণ সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট তল্লাশি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গোলাম মোস্তফা বলেন, ‘আমরা যে চেকপোস্ট করেছি, তা রুটিনওয়ার্ক, নিয়মিত কাজের অংশ। তবে বলতে পারেন, আগের চেয়ে এখন চেকিংয়ের মাত্রাটা বেড়েছে। আজ আমরা চেকপোস্ট করেছি যে উদ্দেশ্যে তা হলো—ঢাকায় দুটি সমাবেশ রয়েছে। সমাবেশ যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কেউ যেন কোনো নাশকতা না করে কিংবা ঢাকা শহরে কেউ যেন বিস্ফোরক দ্রব্য কিছু নিয়ে প্রবেশ করতে না পারে, সে জন্য আমাদের এই কার্যক্রম। পাশাপাশি সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।’

রাজধানী ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে ৩৫০টি বাস নিয়ে রওনা দেন দলটির নারায়ণগঞ্জ শাখার নেতা-কর্মীর। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মাতুয়াইল হয়ে ঢাকায় প্রবেশের মুখে পুলিশের বেশ কয়েকটি চেকপোস্ট দেখা গেলেও সেখানে এসব গাড়ি থামাতে বা তল্লাশি চালাতে দেখা যায়নি।
শনিবার দুপুর ১২টা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, চাষাঢ়া থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে ঢাকায় যাত্রা শুরু করেন। এ সময় এই মহাসড়ক দিয়ে সোনারগাঁও, আড়াইহাজার ও গজারিয়া থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী বেশ কিছু গাড়ি ঢাকার দিকে যেতে দেখা যায়। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন বলেন, ‘আমরা প্রায় ৩৫০টি গাড়ি নিয়ে সমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী এসব গাড়ির অধিকাংশের সামনেই শান্তি সমাবেশ লেখা বিভিন্ন ব্যানার ছিল। এ সময় বাস ও গাড়িগুলো থেকে সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তবে মহাসড়কে স্থাপিত নিরাপত্তা তল্লাশি চৌকিতে এসব গাড়ি তল্লাশি চালাতে দেখা যায়নি।
তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু বলেন, ‘আমরা সব বাসই তল্লাশি করছি। আওয়ামী লীগের বাস বলে বিনা তল্লাশিতে পার হবে এমন নয়। আমাদের পাশাপাশি ডিএমপিও তল্লাশি করছে।’
চেকপোস্টে জনগণ সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট তল্লাশি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গোলাম মোস্তফা বলেন, ‘আমরা যে চেকপোস্ট করেছি, তা রুটিনওয়ার্ক, নিয়মিত কাজের অংশ। তবে বলতে পারেন, আগের চেয়ে এখন চেকিংয়ের মাত্রাটা বেড়েছে। আজ আমরা চেকপোস্ট করেছি যে উদ্দেশ্যে তা হলো—ঢাকায় দুটি সমাবেশ রয়েছে। সমাবেশ যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কেউ যেন কোনো নাশকতা না করে কিংবা ঢাকা শহরে কেউ যেন বিস্ফোরক দ্রব্য কিছু নিয়ে প্রবেশ করতে না পারে, সে জন্য আমাদের এই কার্যক্রম। পাশাপাশি সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।’

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে