নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া ভাড়া চাওয়ায় বাড়িওয়ালার ছয় বছরের মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী ও তাঁর দুই ছেলে-মেয়েকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখারটেক এলাকায় এ ঘটনা ঘটেছে।
রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আটক ওই নারীর নাম মরিয়ম আক্তার (৩৫)। নিহতের পরিবারের দাবি, বাড়িভাড়া চাওয়া নিয়ে বিরোধেই ফারিয়াকে হত্যা করেছেন মরিয়ম।
নিহত শিশুর নাম ফারিয়া আক্তার। সে একই এলাকার ফারুক মিয়ার মেয়ে। ফারিয়া স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশু ফারিয়ার চাচা রুহুল আমিন জানান, মরিয়ম আক্তার তাঁর এক ছেলে ও এক মেয়ে নিয়ে ফারুক মিয়ার বাড়ির তৃতীয় তলায় পাঁচ মাস ধরে ভাড়া আছেন। দুই মাস ধরে তাঁরা কোনো ভাড়া দিচ্ছেন না। দুই মাসে মোট ১৩ হাজার টাকা পাওনা হয়েছে। মরিয়ম বাড়িভাড়া দেই-দিচ্ছি বলে টালবাহানা করছেন। গত সোমবার বিকেলে বাড়িভাড়া নিয়ে মরিয়মের সঙ্গে ফারুক মিয়ার বাগ্বিতণ্ডা হয়।
রুহুল আমিন বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টা থেকেই ফারুকের ছয় বছরের মেয়ে ফারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টায় বাসার তৃতীয় তলার সানশেডের ওপর ফারিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে ৯৯৯-এ ফোন দিলে রাত সাড়ে ৮টায় পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সঙ্গে বিরোধ চলছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে মরিয়ম ও তাঁর দুই ছেলে-মেয়েকে আটক করেছি আমরা। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া ভাড়া চাওয়ায় বাড়িওয়ালার ছয় বছরের মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী ও তাঁর দুই ছেলে-মেয়েকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখারটেক এলাকায় এ ঘটনা ঘটেছে।
রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আটক ওই নারীর নাম মরিয়ম আক্তার (৩৫)। নিহতের পরিবারের দাবি, বাড়িভাড়া চাওয়া নিয়ে বিরোধেই ফারিয়াকে হত্যা করেছেন মরিয়ম।
নিহত শিশুর নাম ফারিয়া আক্তার। সে একই এলাকার ফারুক মিয়ার মেয়ে। ফারিয়া স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশু ফারিয়ার চাচা রুহুল আমিন জানান, মরিয়ম আক্তার তাঁর এক ছেলে ও এক মেয়ে নিয়ে ফারুক মিয়ার বাড়ির তৃতীয় তলায় পাঁচ মাস ধরে ভাড়া আছেন। দুই মাস ধরে তাঁরা কোনো ভাড়া দিচ্ছেন না। দুই মাসে মোট ১৩ হাজার টাকা পাওনা হয়েছে। মরিয়ম বাড়িভাড়া দেই-দিচ্ছি বলে টালবাহানা করছেন। গত সোমবার বিকেলে বাড়িভাড়া নিয়ে মরিয়মের সঙ্গে ফারুক মিয়ার বাগ্বিতণ্ডা হয়।
রুহুল আমিন বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টা থেকেই ফারুকের ছয় বছরের মেয়ে ফারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টায় বাসার তৃতীয় তলার সানশেডের ওপর ফারিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে ৯৯৯-এ ফোন দিলে রাত সাড়ে ৮টায় পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সঙ্গে বিরোধ চলছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে মরিয়ম ও তাঁর দুই ছেলে-মেয়েকে আটক করেছি আমরা। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।’

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১২ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১৬ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
১৮ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২১ মিনিট আগে