নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামক এই রায় দেন। একই সঙ্গে আসামিকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া হত্যার পর লাশ গুম করার দায়ে ভিন্ন আইনে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ।
দণ্ডপ্রাপ্ত নাইমুর রহমানকে (৩৫) বরগুনা জেলার লতাবাড়িয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে। আসামি ভুক্তভোগী শিশুর প্রতিবেশী হিসেবে বসবাস করতেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০২১ সালের ২৩ সেপ্টেম্বর আসামি নাইমুর রহমান ছয় বছরের শিশুকে আইসক্রিম ও চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে আসে। সেখানে প্রথমে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি কান্নাকাটি করলে তাকে হত্যা করে ও ঘরে থাকা কাঁথায় লাশ পেঁচিয়ে খাটের নিচে গুম করে বরগুনা পালিয়ে যায়।
ঘটনার পরদিন শিশুটির পরিবার সেই ঘর থেকে লাশ উদ্ধার করে। সেদিনই থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরে পুলিশ বরগুনা থেকে নাইমুরকে গ্রেপ্তার করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর এই মামলার চার্জশিট প্রদান করে পুলিশ।
তিনি বলেন, মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শেষে আজ রায় ঘোষণা করেছে আদালত। রায় ঘোষণা শেষে নিহত শিশুটির বাবা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ে রায় কার্যকরের দাবি জানান।
আদালত পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার দুই বছরের মাথায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করেছে আদালত। আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামক এই রায় দেন। একই সঙ্গে আসামিকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া হত্যার পর লাশ গুম করার দায়ে ভিন্ন আইনে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ।
দণ্ডপ্রাপ্ত নাইমুর রহমানকে (৩৫) বরগুনা জেলার লতাবাড়িয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে। আসামি ভুক্তভোগী শিশুর প্রতিবেশী হিসেবে বসবাস করতেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০২১ সালের ২৩ সেপ্টেম্বর আসামি নাইমুর রহমান ছয় বছরের শিশুকে আইসক্রিম ও চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে আসে। সেখানে প্রথমে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি কান্নাকাটি করলে তাকে হত্যা করে ও ঘরে থাকা কাঁথায় লাশ পেঁচিয়ে খাটের নিচে গুম করে বরগুনা পালিয়ে যায়।
ঘটনার পরদিন শিশুটির পরিবার সেই ঘর থেকে লাশ উদ্ধার করে। সেদিনই থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরে পুলিশ বরগুনা থেকে নাইমুরকে গ্রেপ্তার করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর এই মামলার চার্জশিট প্রদান করে পুলিশ।
তিনি বলেন, মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শেষে আজ রায় ঘোষণা করেছে আদালত। রায় ঘোষণা শেষে নিহত শিশুটির বাবা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ে রায় কার্যকরের দাবি জানান।
আদালত পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার দুই বছরের মাথায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করেছে আদালত। আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৪ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৫ ঘণ্টা আগে