কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় দুই মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে ও উপজেলার নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহার অপসারণের দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবনের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে হামলার ঘটনায় মামলা না নেওয়াসহ আদালতে দায়েরকৃত মামলা পুলিশ কর্তৃক ধামাচাপা দেওয়ার অভিযোগ করেন তাঁরা।
মানববন্ধনে হামলার শিকার দুই মুক্তিযোদ্ধা উপজেলার পীর মহম্মাদ বিশ্বাস ও পুটিমারি গ্রামের শিকদার বদরুজ্জামান অভিযোগ করেন, খাশিয়াল গ্রামের আব্দুল ওহাব শেখের নেতৃত্বে গত ১৯ মে শিকদার বদরুজ্জামানের ওপর ও গত ১৭ মে খাশিয়াল গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের নেতৃত্বে পীর মহম্মাদ বিশ্বাসের ওপর পৃথক দুটি পৃথক হামলার ঘটনা ঘটে। ঘটনার পর তাঁরা দুজনই উপজেলার নড়াগাতী থানায় মামলা করতে যান। কিন্তু ওসি তাঁদের মামলা না নিয়ে ফিরিয়ে দেন। এরপর বদরুজ্জামান গত ২২ মে ও পীর মহম্মাদ গত ১৯ মে নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। আদালত মামলা দুটির তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নড়াগাতী থানার ওসির ওপর ন্যস্ত করেন। কিন্তু ওসি সুকান্ত সাহা আসামিদের দ্বারা অনৈতিকভাবে প্রভাবিত হয়ে পীর মহম্মাদের মামলাটির চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছেন এবং বদরুজ্জামানের মামলাটির তদন্তে গড়িমসি করছেন বলে তাঁরা অভিযোগ করেছেন।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মোল্যা ইমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. শাহজাহান বিশ্বাস, মো. শেখ তরিকুল আলম মন্নু ও মো. নজরুল ইসলামসহ মুক্তিযোদ্ধা চৌধুরী নওশের আলীসহ প্রমুখ।
বক্তারা একই ভাষায় অভিযোগ করে বলেন, নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জামাত ও বিএনপি লালন করতে শুরু করেছেন। তাই জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের ভাই মিজানুর রহমান বিশ্বাস ও তাঁর সহযোগীদের কাছ থেকে অনৈতিকভাবে লাভবান হয়ে দুই মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেননি। বরং আদালতে দায়ের করা মামলা ও মিথ্যা বলে চূড়ান্ত রিপোর্ট দিয়েছেন। অবিলম্বে ওসি সুকান্ত সাহার অপসারণসহ মুক্তিযোদ্ধাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে উপজেলার নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা অভিযোগ অস্বীকার করে জানান, যথাযথভাবে আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী একটি মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। অন্যটির তদন্তকাজ চলছে বলে জানান ওসি।

নড়াইলের কালিয়া উপজেলায় দুই মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে ও উপজেলার নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহার অপসারণের দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবনের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে হামলার ঘটনায় মামলা না নেওয়াসহ আদালতে দায়েরকৃত মামলা পুলিশ কর্তৃক ধামাচাপা দেওয়ার অভিযোগ করেন তাঁরা।
মানববন্ধনে হামলার শিকার দুই মুক্তিযোদ্ধা উপজেলার পীর মহম্মাদ বিশ্বাস ও পুটিমারি গ্রামের শিকদার বদরুজ্জামান অভিযোগ করেন, খাশিয়াল গ্রামের আব্দুল ওহাব শেখের নেতৃত্বে গত ১৯ মে শিকদার বদরুজ্জামানের ওপর ও গত ১৭ মে খাশিয়াল গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের নেতৃত্বে পীর মহম্মাদ বিশ্বাসের ওপর পৃথক দুটি পৃথক হামলার ঘটনা ঘটে। ঘটনার পর তাঁরা দুজনই উপজেলার নড়াগাতী থানায় মামলা করতে যান। কিন্তু ওসি তাঁদের মামলা না নিয়ে ফিরিয়ে দেন। এরপর বদরুজ্জামান গত ২২ মে ও পীর মহম্মাদ গত ১৯ মে নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। আদালত মামলা দুটির তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নড়াগাতী থানার ওসির ওপর ন্যস্ত করেন। কিন্তু ওসি সুকান্ত সাহা আসামিদের দ্বারা অনৈতিকভাবে প্রভাবিত হয়ে পীর মহম্মাদের মামলাটির চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছেন এবং বদরুজ্জামানের মামলাটির তদন্তে গড়িমসি করছেন বলে তাঁরা অভিযোগ করেছেন।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মোল্যা ইমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. শাহজাহান বিশ্বাস, মো. শেখ তরিকুল আলম মন্নু ও মো. নজরুল ইসলামসহ মুক্তিযোদ্ধা চৌধুরী নওশের আলীসহ প্রমুখ।
বক্তারা একই ভাষায় অভিযোগ করে বলেন, নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জামাত ও বিএনপি লালন করতে শুরু করেছেন। তাই জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের ভাই মিজানুর রহমান বিশ্বাস ও তাঁর সহযোগীদের কাছ থেকে অনৈতিকভাবে লাভবান হয়ে দুই মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেননি। বরং আদালতে দায়ের করা মামলা ও মিথ্যা বলে চূড়ান্ত রিপোর্ট দিয়েছেন। অবিলম্বে ওসি সুকান্ত সাহার অপসারণসহ মুক্তিযোদ্ধাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে উপজেলার নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা অভিযোগ অস্বীকার করে জানান, যথাযথভাবে আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী একটি মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। অন্যটির তদন্তকাজ চলছে বলে জানান ওসি।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৪ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে