কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় দুই মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে ও উপজেলার নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহার অপসারণের দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবনের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে হামলার ঘটনায় মামলা না নেওয়াসহ আদালতে দায়েরকৃত মামলা পুলিশ কর্তৃক ধামাচাপা দেওয়ার অভিযোগ করেন তাঁরা।
মানববন্ধনে হামলার শিকার দুই মুক্তিযোদ্ধা উপজেলার পীর মহম্মাদ বিশ্বাস ও পুটিমারি গ্রামের শিকদার বদরুজ্জামান অভিযোগ করেন, খাশিয়াল গ্রামের আব্দুল ওহাব শেখের নেতৃত্বে গত ১৯ মে শিকদার বদরুজ্জামানের ওপর ও গত ১৭ মে খাশিয়াল গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের নেতৃত্বে পীর মহম্মাদ বিশ্বাসের ওপর পৃথক দুটি পৃথক হামলার ঘটনা ঘটে। ঘটনার পর তাঁরা দুজনই উপজেলার নড়াগাতী থানায় মামলা করতে যান। কিন্তু ওসি তাঁদের মামলা না নিয়ে ফিরিয়ে দেন। এরপর বদরুজ্জামান গত ২২ মে ও পীর মহম্মাদ গত ১৯ মে নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। আদালত মামলা দুটির তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নড়াগাতী থানার ওসির ওপর ন্যস্ত করেন। কিন্তু ওসি সুকান্ত সাহা আসামিদের দ্বারা অনৈতিকভাবে প্রভাবিত হয়ে পীর মহম্মাদের মামলাটির চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছেন এবং বদরুজ্জামানের মামলাটির তদন্তে গড়িমসি করছেন বলে তাঁরা অভিযোগ করেছেন।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মোল্যা ইমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. শাহজাহান বিশ্বাস, মো. শেখ তরিকুল আলম মন্নু ও মো. নজরুল ইসলামসহ মুক্তিযোদ্ধা চৌধুরী নওশের আলীসহ প্রমুখ।
বক্তারা একই ভাষায় অভিযোগ করে বলেন, নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জামাত ও বিএনপি লালন করতে শুরু করেছেন। তাই জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের ভাই মিজানুর রহমান বিশ্বাস ও তাঁর সহযোগীদের কাছ থেকে অনৈতিকভাবে লাভবান হয়ে দুই মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেননি। বরং আদালতে দায়ের করা মামলা ও মিথ্যা বলে চূড়ান্ত রিপোর্ট দিয়েছেন। অবিলম্বে ওসি সুকান্ত সাহার অপসারণসহ মুক্তিযোদ্ধাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে উপজেলার নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা অভিযোগ অস্বীকার করে জানান, যথাযথভাবে আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী একটি মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। অন্যটির তদন্তকাজ চলছে বলে জানান ওসি।

নড়াইলের কালিয়া উপজেলায় দুই মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে ও উপজেলার নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহার অপসারণের দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবনের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে হামলার ঘটনায় মামলা না নেওয়াসহ আদালতে দায়েরকৃত মামলা পুলিশ কর্তৃক ধামাচাপা দেওয়ার অভিযোগ করেন তাঁরা।
মানববন্ধনে হামলার শিকার দুই মুক্তিযোদ্ধা উপজেলার পীর মহম্মাদ বিশ্বাস ও পুটিমারি গ্রামের শিকদার বদরুজ্জামান অভিযোগ করেন, খাশিয়াল গ্রামের আব্দুল ওহাব শেখের নেতৃত্বে গত ১৯ মে শিকদার বদরুজ্জামানের ওপর ও গত ১৭ মে খাশিয়াল গ্রামের মিজানুর রহমান বিশ্বাসের নেতৃত্বে পীর মহম্মাদ বিশ্বাসের ওপর পৃথক দুটি পৃথক হামলার ঘটনা ঘটে। ঘটনার পর তাঁরা দুজনই উপজেলার নড়াগাতী থানায় মামলা করতে যান। কিন্তু ওসি তাঁদের মামলা না নিয়ে ফিরিয়ে দেন। এরপর বদরুজ্জামান গত ২২ মে ও পীর মহম্মাদ গত ১৯ মে নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। আদালত মামলা দুটির তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নড়াগাতী থানার ওসির ওপর ন্যস্ত করেন। কিন্তু ওসি সুকান্ত সাহা আসামিদের দ্বারা অনৈতিকভাবে প্রভাবিত হয়ে পীর মহম্মাদের মামলাটির চূড়ান্ত রিপোর্ট দাখিল করেছেন এবং বদরুজ্জামানের মামলাটির তদন্তে গড়িমসি করছেন বলে তাঁরা অভিযোগ করেছেন।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মোল্যা ইমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. শাহজাহান বিশ্বাস, মো. শেখ তরিকুল আলম মন্নু ও মো. নজরুল ইসলামসহ মুক্তিযোদ্ধা চৌধুরী নওশের আলীসহ প্রমুখ।
বক্তারা একই ভাষায় অভিযোগ করে বলেন, নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জামাত ও বিএনপি লালন করতে শুরু করেছেন। তাই জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের ভাই মিজানুর রহমান বিশ্বাস ও তাঁর সহযোগীদের কাছ থেকে অনৈতিকভাবে লাভবান হয়ে দুই মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেননি। বরং আদালতে দায়ের করা মামলা ও মিথ্যা বলে চূড়ান্ত রিপোর্ট দিয়েছেন। অবিলম্বে ওসি সুকান্ত সাহার অপসারণসহ মুক্তিযোদ্ধাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে উপজেলার নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা অভিযোগ অস্বীকার করে জানান, যথাযথভাবে আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী একটি মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। অন্যটির তদন্তকাজ চলছে বলে জানান ওসি।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪২ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে