Ajker Patrika

নড়াইলে আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীকে কারাগারে

নড়াইল প্রতিনিধি 
নড়াইলে আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীকে কারাগারে
প্রতীকী ছবি

নড়াইলে নাশকতা ও ভাঙচুরের মামলায় সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ কালিয়া উপজেলা ও নড়াগাতী থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৩৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে আসামিরা পৃথক আদালতে হাজির হলে বিচারক মেহেদী হাসান ও সাবরিনা চৌধুরী তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২৪ সালের ১০ ডিসেম্বর কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনাসহ নড়াগাতী এলাকার নাশকতার পৃথক তিনটি মামলায় আসামিরা আদালতে হাজির হন।

কারাগারে প্রেরণ করা আসামিরা হলেন কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা মোকাররম হোসেন হিরু, মাউলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফিরোজ আহম্মেদ, নড়াগাতী থানা আওয়ামী লীগের সদস্য হাসিবুল আলম উজ্জ্বল, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরসালিন খন্দকার, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম সিকদার, কালিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, উপজেলা ওলামা লীগের সভাপতি রফিকুল ইসলাম, বাবরা হাচলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি টুকু শেখ, উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত শেখসহ ৩৫ নেতা-কর্মী।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে প্রেরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত