নড়াইল প্রতিনিধি

নড়াইলে জামায়াতের ১০ নেতা-কর্মীকে আটক করেছে সদর থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ মঙ্গলবার নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. মিঠুন মোল্লা (২৫), মো. হাসান ফকির (৫৯), মো. ইব্রাহিম শিকদার (৪৫), মো. সলেমান মোল্লা (৪৫), মো. আক্তার হোসেন বিল্লাল (৫০), নাজমুল ইসলাম (৪০), মো. ফিরোজ মোল্লা (৪৮), মো. মাকিবুর রহমান (৫৩), মো. কুরবান মোল্লা (৪৫) ও মুস্তাহিদ হোসেন (৩৫)। তবে দলে তাঁদের কার কী পদ-পদবি, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, আসামিরা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ২০২২ সালের ২৪ ডিসেম্বর দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, বোমাবাজিসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের উদ্দেশ্যে সদরের রূপগঞ্জ এলাকায় একত্র হন। পূর্বপরিকল্পনা অনুযায়ী জনমনে ত্রাস সৃষ্টি করতে ওই দিন মিছিল ও স্লোগান দেন। পরে পুলিশের তৎপরতায় তাঁরা স্থান ত্যাগ করতে বাধ্য হন। এ ঘটনায় ওই দিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলা করে।
ওসি আরও বলেন, সেই নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার বিকেলে জেলায় কেন্দ্রঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলাকালে জামায়াতের নেতা-কর্মীদের পুলিশ আটক করে। পরে তাঁদের হয়রানি করার জন্য নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

নড়াইলে জামায়াতের ১০ নেতা-কর্মীকে আটক করেছে সদর থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ মঙ্গলবার নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. মিঠুন মোল্লা (২৫), মো. হাসান ফকির (৫৯), মো. ইব্রাহিম শিকদার (৪৫), মো. সলেমান মোল্লা (৪৫), মো. আক্তার হোসেন বিল্লাল (৫০), নাজমুল ইসলাম (৪০), মো. ফিরোজ মোল্লা (৪৮), মো. মাকিবুর রহমান (৫৩), মো. কুরবান মোল্লা (৪৫) ও মুস্তাহিদ হোসেন (৩৫)। তবে দলে তাঁদের কার কী পদ-পদবি, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, আসামিরা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ২০২২ সালের ২৪ ডিসেম্বর দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, বোমাবাজিসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের উদ্দেশ্যে সদরের রূপগঞ্জ এলাকায় একত্র হন। পূর্বপরিকল্পনা অনুযায়ী জনমনে ত্রাস সৃষ্টি করতে ওই দিন মিছিল ও স্লোগান দেন। পরে পুলিশের তৎপরতায় তাঁরা স্থান ত্যাগ করতে বাধ্য হন। এ ঘটনায় ওই দিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলা করে।
ওসি আরও বলেন, সেই নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার বিকেলে জেলায় কেন্দ্রঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলাকালে জামায়াতের নেতা-কর্মীদের পুলিশ আটক করে। পরে তাঁদের হয়রানি করার জন্য নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১৬ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১৯ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
২৫ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
২৮ মিনিট আগে