Ajker Patrika

বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ 

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬: ০০
বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ 

নওগাঁর সাপাহার উপজেলায় মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ‘বিকাশের’ মাধ্যমে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ রোববার সকালে র‍্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার রাতে উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃক ব্যক্তিরা হলেন জেলার পত্নীতলা উপজেলার সারাইডাঙ্গা গ্রামের তায়েব উদ্দিন আহম্মেদের ছেলে মাসুদ পারভেজ বকুল এবং মান্দা উপজেলার কয়লাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে রায়হান উদ্দিন।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নাটোর জেলার লালপুর থানায় কামাল হোসেন (৪১) নামে এক ব্যক্তি বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অভিযোগ করেন। এরপর অভিযানে নামে র‍্যাব-৫ নাটোর ক্যাম্প রাজশাহীর একটি অপারেশন দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে নওগাঁর সাপাহারে বাজার এলাকায় কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ১২টি সিমকার্ড, ১টি ক্যাশ ইন রেজিস্ট্রার জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কৌশলে বিকাশ পিন কোড হাতিয়ে নিতেন। এরপর ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণালব্ধ অর্থ মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের (বিকাশ) মাধ্যমে হাতিয়ে নিতেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত