নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সরকারি হাসপাতালে ওয়ার্ডবয় পদে চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় বদলগাছী উপজেলার গোয়ালভিটা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম প্যালেস ওরফে হাসান তৌফিক (৪২)। তিনি বদলগাছী উপজেলার পারিচা গ্রামের মৃত আজিজারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা। তিনি সাত-আটজনের একটি সিন্ডিকেট চালাচ্ছিলেন। সিন্ডিকেটটি ২০১৬ সাল থেকে দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। সিন্ডিকেটটি অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে কখনো আবর জাল নিয়োগপত্র দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
গত কয়েক দিন আগে নওগাঁ সরকারি হাসপাতালে ওয়ার্ড বয় পদে নিয়োগ চলাকালে হাসান তৌফিক একজন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করেন। ওই প্রার্থীর কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে অবৈধভাবে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগপত্র দেয়। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মাসুদ রানার নেতৃত্বে গতকাল সন্ধ্যায় বদলগাছীর গোয়ালভিটা এলাকা থেকে হাসান তৌফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, গ্রেপ্তারের পর আসামিকে থানায় হস্তান্তর করেছে র্যাব। পরে আজ দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

নওগাঁ সরকারি হাসপাতালে ওয়ার্ডবয় পদে চাকরির প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় বদলগাছী উপজেলার গোয়ালভিটা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম প্যালেস ওরফে হাসান তৌফিক (৪২)। তিনি বদলগাছী উপজেলার পারিচা গ্রামের মৃত আজিজারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তার ওই ব্যক্তি চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা। তিনি সাত-আটজনের একটি সিন্ডিকেট চালাচ্ছিলেন। সিন্ডিকেটটি ২০১৬ সাল থেকে দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। সিন্ডিকেটটি অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে কখনো আবর জাল নিয়োগপত্র দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
গত কয়েক দিন আগে নওগাঁ সরকারি হাসপাতালে ওয়ার্ড বয় পদে নিয়োগ চলাকালে হাসান তৌফিক একজন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করেন। ওই প্রার্থীর কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে অবৈধভাবে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগপত্র দেয়। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মাসুদ রানার নেতৃত্বে গতকাল সন্ধ্যায় বদলগাছীর গোয়ালভিটা এলাকা থেকে হাসান তৌফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, গ্রেপ্তারের পর আসামিকে থানায় হস্তান্তর করেছে র্যাব। পরে আজ দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

নোয়াখালী সুপার মার্কেটের ‘নিলয় জুয়েলার্সে’ চুরির ঘটনায় মোর্শেদ মহসিন, তাঁর স্ত্রী শিল্পী আক্তারসহ আলাউদ্দিন নামের তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা সবাই আন্তজেলা চোর চক্রের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া ১২৭ ভরি স্বর্ণের মধ্যে ৯ ভরি ৪ আনা ২ রত্তি ৭ পয়েন্ট
১১ মিনিট আগে
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তাঁর স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ৪১টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন নারী ও এক শিশু।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫২ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১ ঘণ্টা আগে