নওগাঁ প্রতিনিধি

আগুন সন্ত্রাসীদের সঙ্গে নয়, জনগণ উন্নয়ন ও শান্তির সঙ্গে থাকবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ রোববার নওগাঁর পোরশা উপজেলার বড়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি আবার আগুন সন্ত্রাস করে, জনগণের সম্পদ নষ্ট করে, আর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারধর করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা পুলিশ হত্যা করে, তাদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অত্যাচার নির্যাতন ও আগুন সন্ত্রাসীর কাছে মাথা নত করে, তাহলে দেশের ১৭ কোটি মানুষেরই মাথানত হয়ে যায়। প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, আমার জীবন যেতে পারে কিন্তু আমি সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দিয়ে যাব না।’
তিনি আরও বলেন, ‘আমরা শান্তি চাই, এই দেশটাকে সুখী, সমৃদ্ধিশালী সোনার বাংলাদেশ হিসেবে গড়তে চাই। আর সে জন্য জনগণের সমর্থন চাই।’
দেশকে সন্ত্রাসীদের হাতে তুলে দেবেন, না কি যিনি বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করেছেন তাঁর পক্ষে থাকবেন, সে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে।’
এ সভায় ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।

আগুন সন্ত্রাসীদের সঙ্গে নয়, জনগণ উন্নয়ন ও শান্তির সঙ্গে থাকবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ রোববার নওগাঁর পোরশা উপজেলার বড়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি আবার আগুন সন্ত্রাস করে, জনগণের সম্পদ নষ্ট করে, আর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারধর করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা পুলিশ হত্যা করে, তাদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অত্যাচার নির্যাতন ও আগুন সন্ত্রাসীর কাছে মাথা নত করে, তাহলে দেশের ১৭ কোটি মানুষেরই মাথানত হয়ে যায়। প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, আমার জীবন যেতে পারে কিন্তু আমি সন্ত্রাসীদের হাতে দেশ তুলে দিয়ে যাব না।’
তিনি আরও বলেন, ‘আমরা শান্তি চাই, এই দেশটাকে সুখী, সমৃদ্ধিশালী সোনার বাংলাদেশ হিসেবে গড়তে চাই। আর সে জন্য জনগণের সমর্থন চাই।’
দেশকে সন্ত্রাসীদের হাতে তুলে দেবেন, না কি যিনি বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ করেছেন তাঁর পক্ষে থাকবেন, সে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে হবে।’
এ সভায় ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
৬ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে