ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ডিপ টিউবয়েলের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. মোতাব্বের হোসেন (৩৫) ও স্যামসন মুরমু ৫৫ নামের দুই জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে ধামইরহাট ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড জগৎনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোতাব্বের হোসেনের ছোট ভাই আব্দুল্লাহ আল রাফি আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
মোতাব্বের হোসেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জয় জয়পুর গ্রামের দুলাল হোসেন এবং স্যামসন মুরমু একই এলাকার সৌম্য মুরমুর
ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পার্শ্ববর্তী জগতনগর মাঠে একটি ডিপ টিউবয়েলের ঘরের ছাউনিতে তাঁরা টিন বাঁধছিলেন। আর ধামইরহাট পল্লী বিদ্যুতের কর্মী কাউসার বিদ্যুতের পোল থেকে ওই ডিপ টিউবওয়েলে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এ সময় মোতাব্বের বিদ্যুতায়িত হন। একই সময় পাশের মাঠে ধানখেত দেখতে এসে বিদ্যুতায়িত হন স্যামসন মুরমু। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মোতাব্বের হোসেনের বাবা দুলাল হোসেন বলেন, ছেলেদের সঙ্গে তিনিও ওই ঘরে টিন বাঁধার কাজ করছিলেন। এ সময় পল্লী বিদ্যুতের কর্মীরা বিদ্যুৎ সংযোগের তার টেনে ধরতে বলেন। দুই ছেলে এবং ওই বিদ্যুৎ কর্মী তার হাতে নিতেই বিদ্যুতায়িত হন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। মামলার প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁর ধামইরহাটে ডিপ টিউবয়েলের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. মোতাব্বের হোসেন (৩৫) ও স্যামসন মুরমু ৫৫ নামের দুই জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে ধামইরহাট ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড জগৎনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোতাব্বের হোসেনের ছোট ভাই আব্দুল্লাহ আল রাফি আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
মোতাব্বের হোসেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জয় জয়পুর গ্রামের দুলাল হোসেন এবং স্যামসন মুরমু একই এলাকার সৌম্য মুরমুর
ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পার্শ্ববর্তী জগতনগর মাঠে একটি ডিপ টিউবয়েলের ঘরের ছাউনিতে তাঁরা টিন বাঁধছিলেন। আর ধামইরহাট পল্লী বিদ্যুতের কর্মী কাউসার বিদ্যুতের পোল থেকে ওই ডিপ টিউবওয়েলে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এ সময় মোতাব্বের বিদ্যুতায়িত হন। একই সময় পাশের মাঠে ধানখেত দেখতে এসে বিদ্যুতায়িত হন স্যামসন মুরমু। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মোতাব্বের হোসেনের বাবা দুলাল হোসেন বলেন, ছেলেদের সঙ্গে তিনিও ওই ঘরে টিন বাঁধার কাজ করছিলেন। এ সময় পল্লী বিদ্যুতের কর্মীরা বিদ্যুৎ সংযোগের তার টেনে ধরতে বলেন। দুই ছেলে এবং ওই বিদ্যুৎ কর্মী তার হাতে নিতেই বিদ্যুতায়িত হন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। মামলার প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
১০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে