নওগাঁ প্রতিনিধি

পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁর পত্নীতলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় পত্নীতলা থানা-পুলিশ ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে উপজেলার নজিপুর নতুনহাট সংলগ্ন ঠুকনিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এনএসআই বলছে, গ্রেপ্তার হওয়া যুবক ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতাদের একজন।
গ্রেপ্তার যুবকের নাম ইমরান হোসেন (২৫)। তিনি উপজেলার ঠুকনিপাড়া এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ড কার্যালয় থেকে তথ্য আসে, অফিস সহায়ক পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে নওগাঁ ও বগুড়া জেলার প্রায় ১০-১১ জনের কাছ থেকে জনপ্রতি দেড় থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। পরে এই চক্রের সদস্যদের চিহ্নিত করে দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়। রোববার সন্ধ্যায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতাদের একজন ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চক্রের মূল হোতা দিনাজপুর জেলার নাগরবাড়ি বিরলের রফিকুল ইসলামের ছেলে মাহফিজুল ইসলাম (২৬)। তিনি নিজেকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মো. দেলোয়ার হোসেনের ব্যক্তিগত সচিব দাবি করে এই চক্রের কার্যক্রম পরিচালনা করত। এ ছাড়া নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরের ছাইদুর রহমানের মেয়ে মিফতাহুল জান্নাত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত। তাঁরা বর্তমানে পলাতক রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁর পত্নীতলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় পত্নীতলা থানা-পুলিশ ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে উপজেলার নজিপুর নতুনহাট সংলগ্ন ঠুকনিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এনএসআই বলছে, গ্রেপ্তার হওয়া যুবক ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতাদের একজন।
গ্রেপ্তার যুবকের নাম ইমরান হোসেন (২৫)। তিনি উপজেলার ঠুকনিপাড়া এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ড কার্যালয় থেকে তথ্য আসে, অফিস সহায়ক পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে নওগাঁ ও বগুড়া জেলার প্রায় ১০-১১ জনের কাছ থেকে জনপ্রতি দেড় থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। পরে এই চক্রের সদস্যদের চিহ্নিত করে দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়। রোববার সন্ধ্যায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতাদের একজন ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চক্রের মূল হোতা দিনাজপুর জেলার নাগরবাড়ি বিরলের রফিকুল ইসলামের ছেলে মাহফিজুল ইসলাম (২৬)। তিনি নিজেকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মো. দেলোয়ার হোসেনের ব্যক্তিগত সচিব দাবি করে এই চক্রের কার্যক্রম পরিচালনা করত। এ ছাড়া নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরের ছাইদুর রহমানের মেয়ে মিফতাহুল জান্নাত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত। তাঁরা বর্তমানে পলাতক রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকার ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড এবং তিনজনকে মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ সেকেন্ড আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৮ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩৮ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে