রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে একই রশিতে মা-মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের হয়েছে। পরে মামলার একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার গ্রেপ্তারকৃত ওই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার রাতে আত্রাই থানায় মামলা দায়ের করেন মৃত সাবিনার বাবা সামছুর আলী। ওই দিন সকালে নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন নিহতের প্রতিবেশী রেখা বেগম (২৮)। তিনি একই গ্রামের হোসেন আলীর স্ত্রী।
নিহত ব্যক্তিরা হলেন আত্রাই উপজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রামের ভ্যানচালক আরিফুল ইসলামের স্ত্রী সাবিনা বিবি (৩২) ও মেয়ে আফরুজা খাতুন (৯)।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার ছাগলে গাছ খাওয়া নিয়ে প্রতিবেশী আবুল হোসেনের স্ত্রী রেখা বেগমের সঙ্গে সাবিনার ঝগড়া হয়। একপর্যায়ে সাবিনাকে বেদম মারধর করেন রেখা ও তাঁর শাশুড়ি। পরে তাঁকে আহত অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনা সমাধান করতে সাবিনাকে হাসপাতাল থেকে শুক্রবার বিকেলে বাড়িতে আনা হয়।
রাতে স্থানীয় মেম্বার রুহুল আমিনের নেতৃত্বে বৈঠক বসে। বৈঠকে ঘটনাটি হাত ধরে ক্ষমা চাওয়ার মাধ্যমে সমাধান করা হয়। কিন্তু সাবিনা মীমাংসা না মেনে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় রেখা বেগম ও তাঁর লোকজন সাবিনাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং আত্মহত্যার প্ররোচিত করেন।
নিহত সাবিনার বাবা সামছুর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জামাই আরিফুল বাড়ি থেকে যাওয়ার পর আবারও প্রতিবেশী রেখা আমার মেয়ে সাবিনাকে নানাভাবে মানসিক যন্ত্রণা দিয়ে আত্মহত্যায় প্ররোচিত করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায্য বিচার চাই।’
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মা-মেয়ের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন সাবিনার বাবা। মামলার পরিপ্রেক্ষিতে রেখা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।’

নওগাঁর আত্রাইয়ে একই রশিতে মা-মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের হয়েছে। পরে মামলার একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার গ্রেপ্তারকৃত ওই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার রাতে আত্রাই থানায় মামলা দায়ের করেন মৃত সাবিনার বাবা সামছুর আলী। ওই দিন সকালে নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন নিহতের প্রতিবেশী রেখা বেগম (২৮)। তিনি একই গ্রামের হোসেন আলীর স্ত্রী।
নিহত ব্যক্তিরা হলেন আত্রাই উপজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রামের ভ্যানচালক আরিফুল ইসলামের স্ত্রী সাবিনা বিবি (৩২) ও মেয়ে আফরুজা খাতুন (৯)।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার ছাগলে গাছ খাওয়া নিয়ে প্রতিবেশী আবুল হোসেনের স্ত্রী রেখা বেগমের সঙ্গে সাবিনার ঝগড়া হয়। একপর্যায়ে সাবিনাকে বেদম মারধর করেন রেখা ও তাঁর শাশুড়ি। পরে তাঁকে আহত অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনা সমাধান করতে সাবিনাকে হাসপাতাল থেকে শুক্রবার বিকেলে বাড়িতে আনা হয়।
রাতে স্থানীয় মেম্বার রুহুল আমিনের নেতৃত্বে বৈঠক বসে। বৈঠকে ঘটনাটি হাত ধরে ক্ষমা চাওয়ার মাধ্যমে সমাধান করা হয়। কিন্তু সাবিনা মীমাংসা না মেনে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় রেখা বেগম ও তাঁর লোকজন সাবিনাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং আত্মহত্যার প্ররোচিত করেন।
নিহত সাবিনার বাবা সামছুর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জামাই আরিফুল বাড়ি থেকে যাওয়ার পর আবারও প্রতিবেশী রেখা আমার মেয়ে সাবিনাকে নানাভাবে মানসিক যন্ত্রণা দিয়ে আত্মহত্যায় প্ররোচিত করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায্য বিচার চাই।’
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মা-মেয়ের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন সাবিনার বাবা। মামলার পরিপ্রেক্ষিতে রেখা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।’

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৫ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
২১ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৯ মিনিট আগে