ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে থানায় হেফাজতে থাকা অবস্থায় ট্রাংকের তালা ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত মঙ্গলবার দিবাগত (১৭ জুন) রাত সাড়ে ৪টার পর থানাহাজতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ধামইরহাট থানার তদন্তকারী কর্মকর্তা নাজমুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া এ বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না।’
একটি গোপন সূত্রে জানা গেছে, রাজশাহী বোর্ড থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সিলগালা করা ট্রাংকে ছিল। সেই ট্রাংকের ইতিহাসের এক সেট প্রশ্নপত্র ছেঁড়া অবস্থায় হাজতের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এ সময় ট্রাংকের বাইরে সিলগালা অবস্থায় কোনো তালা ও চাবি লাগানো ছিল না।
নাম প্রকাশে অনিচ্ছুক ধামইরহাট থানার অপর এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো প্রশ্নপত্র আউট বা চুরি হয়নি। রাজশাহী বোর্ড থেকে পাঠানো প্রশ্নপত্রের ট্রাংকের তালা ও চাবি একসঙ্গে সিলগালা অবস্থায় পাঠানো হয়। সেই ট্রাংকেটি একটি হাজতে রাখা হয়েছিল।’ তিনি এ-ও বলেন, ‘ট্রাংকের ভেতরে হয়তো টাকা আছে, এই ভেবে হাজতে থাকা আসামিরা চাবি দিয়ে তালা খুলে ট্রাংকের ভেতরে কাগজ দেখতে পায়। এরপর প্রশ্নপত্রের একটি প্যাকেট ছিঁড়ে তা আশপাশে ফেলে দেয়।’
সত্যতা নিশ্চিত করে ধামইরহাট এম এম সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, ‘কোনো প্রশ্নপত্র চুরি হয়নি। তালা খুলে ট্রাংকের ভেতর থেকে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্যাকেট খোলা অবস্থায় পড়ে ছিল।’ এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান। এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি।

নওগাঁর ধামইরহাটে থানায় হেফাজতে থাকা অবস্থায় ট্রাংকের তালা ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত মঙ্গলবার দিবাগত (১৭ জুন) রাত সাড়ে ৪টার পর থানাহাজতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ধামইরহাট থানার তদন্তকারী কর্মকর্তা নাজমুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া এ বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না।’
একটি গোপন সূত্রে জানা গেছে, রাজশাহী বোর্ড থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সিলগালা করা ট্রাংকে ছিল। সেই ট্রাংকের ইতিহাসের এক সেট প্রশ্নপত্র ছেঁড়া অবস্থায় হাজতের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। এ সময় ট্রাংকের বাইরে সিলগালা অবস্থায় কোনো তালা ও চাবি লাগানো ছিল না।
নাম প্রকাশে অনিচ্ছুক ধামইরহাট থানার অপর এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো প্রশ্নপত্র আউট বা চুরি হয়নি। রাজশাহী বোর্ড থেকে পাঠানো প্রশ্নপত্রের ট্রাংকের তালা ও চাবি একসঙ্গে সিলগালা অবস্থায় পাঠানো হয়। সেই ট্রাংকেটি একটি হাজতে রাখা হয়েছিল।’ তিনি এ-ও বলেন, ‘ট্রাংকের ভেতরে হয়তো টাকা আছে, এই ভেবে হাজতে থাকা আসামিরা চাবি দিয়ে তালা খুলে ট্রাংকের ভেতরে কাগজ দেখতে পায়। এরপর প্রশ্নপত্রের একটি প্যাকেট ছিঁড়ে তা আশপাশে ফেলে দেয়।’
সত্যতা নিশ্চিত করে ধামইরহাট এম এম সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, ‘কোনো প্রশ্নপত্র চুরি হয়নি। তালা খুলে ট্রাংকের ভেতর থেকে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্যাকেট খোলা অবস্থায় পড়ে ছিল।’ এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান। এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে