বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগের এক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই প্রার্থীর নাম আনোয়ার হোসেন নামে। তিনি উপজেলার ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রমে রিটার্নিং অফিসার মো. সেজারুদ্দিন এ সিদ্ধান্ত জানান। তবে, এই আদেশ প্রত্যাহার করে, মনোনয়নপত্র ফিরে পেতে সেজারুদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
জানা গেছে, উপজেলার ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সাত জন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এ উপজেলায় ৮টি ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র উত্তোলন করলেও যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। আগামী ৫-১১ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে।
মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, বগুড়ার একটি বেসরকারি ব্যাংক থেকে জামিনদার হয়ে ঋণ নিতে একজনকে সহযোগিতা করেছিলাম। গত ১ নভেম্বর ৬ লাখ ৮৪ হাজার ৩০০ টাকা পরিশোধ করে নির্বাচন অফিসে পরিশোধের রসিদ জমা দিয়েছি। তবুও ঋণ খেলাপির দায়ে আমার মনোনয়নপত্র বাতিল করার বিষয়টি হতাশাজনক। নির্বাচন কর্মকর্তা বলছেন, টাকা পরিশোধের কোনো ডকুমেন্ট এখনো তাঁরা হাতে পাননি। আমার প্রতি অবিচার করা হয়েছে। মনোনয়নপত্র পুনরায় ফিরে পেতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছি। প্রয়োজনে আপিল করব।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেজারুদ্দিন বলেন, যাচাই-বাছাইয়ে এখন পর্যন্ত দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেন একজন ঋণ খেলাপি। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁর টাকা পরিশোধের তথ্য মনোনয়নপত্র বাতিল হওয়ার আগে আমরা পাইনি। তবে, তাঁদের আপিলে বৈধতা থাকলে তাঁরা আবার মনোনয়নপত্র ফিরে পাওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, মনোনয়নপত্র বাতিলকৃতরা আপিল করার সুযোগ পাবেন। আপিলে বৈধতা থাকলে তিনি মনোনয়নপত্র ফিরে পাবেন।

নওগাঁর বদলগাছী উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগের এক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই প্রার্থীর নাম আনোয়ার হোসেন নামে। তিনি উপজেলার ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রমে রিটার্নিং অফিসার মো. সেজারুদ্দিন এ সিদ্ধান্ত জানান। তবে, এই আদেশ প্রত্যাহার করে, মনোনয়নপত্র ফিরে পেতে সেজারুদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
জানা গেছে, উপজেলার ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সাত জন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এ উপজেলায় ৮টি ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র উত্তোলন করলেও যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। আগামী ৫-১১ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে।
মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, বগুড়ার একটি বেসরকারি ব্যাংক থেকে জামিনদার হয়ে ঋণ নিতে একজনকে সহযোগিতা করেছিলাম। গত ১ নভেম্বর ৬ লাখ ৮৪ হাজার ৩০০ টাকা পরিশোধ করে নির্বাচন অফিসে পরিশোধের রসিদ জমা দিয়েছি। তবুও ঋণ খেলাপির দায়ে আমার মনোনয়নপত্র বাতিল করার বিষয়টি হতাশাজনক। নির্বাচন কর্মকর্তা বলছেন, টাকা পরিশোধের কোনো ডকুমেন্ট এখনো তাঁরা হাতে পাননি। আমার প্রতি অবিচার করা হয়েছে। মনোনয়নপত্র পুনরায় ফিরে পেতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছি। প্রয়োজনে আপিল করব।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেজারুদ্দিন বলেন, যাচাই-বাছাইয়ে এখন পর্যন্ত দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেন একজন ঋণ খেলাপি। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁর টাকা পরিশোধের তথ্য মনোনয়নপত্র বাতিল হওয়ার আগে আমরা পাইনি। তবে, তাঁদের আপিলে বৈধতা থাকলে তাঁরা আবার মনোনয়নপত্র ফিরে পাওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, মনোনয়নপত্র বাতিলকৃতরা আপিল করার সুযোগ পাবেন। আপিলে বৈধতা থাকলে তিনি মনোনয়নপত্র ফিরে পাবেন।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৭ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
২১ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
৪৪ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে