কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

চোরাকারবারিদের বাধা দেওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লেংগুরা বিওপির এক সৈনিককে লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার লেংগুরা বিওপির হাবিলদার মিনহাজ উদ্দিন বাদী হয়ে ইয়াসিন মিয়া, ইসমাইল হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে কলমাকান্দা থানায় এই মামলা দায়ের করেছেন। লাঞ্ছিত সৈনিকের নাম রাজা কুমার। শনিবার বিকেলে উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ী এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বস্তাভর্তি বাংলাদেশি সুপারি ভারতে পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে নায়েক মোশারফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মোটরসাইকেলে থাকা দুই বস্তা সুপারি রাস্তার ওপর ফেলে চলে যায়। পরে বস্তা দুইটি বিজিবির সদস্যরা জব্দ করার চেষ্টা করলে তাঁরা তাতে বাধা দেয়। পরে বিজিবির সদস্যদের গালিগালাজ করে বস্তা দুটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সৈনিক রাজা কুমারের ইউনিফর্মের শার্টের কলার ধরে ধাক্কা দেয় ইয়াসিন নামে এক যুবক। ইসমাইল নামে আরেক ব্যক্তি রাজা কুমারের আগ্নেয়াস্ত্র নিয়ে টানাটানি শুরু করে।
এ ব্যাপারে লেংগুরা বিওপির নায়েক সুবেদার জহির উদ্দিন বলেন, ‘চোরাকারবারিরা বিজিবির সুনাম নষ্ট করতে সাজানো একটি মিথ্যা মামলা দায়েরের চেষ্টা করছে।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ বিষয়ে হাবিলদার মিনহাজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চোরাকারবারিদের বাধা দেওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লেংগুরা বিওপির এক সৈনিককে লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার লেংগুরা বিওপির হাবিলদার মিনহাজ উদ্দিন বাদী হয়ে ইয়াসিন মিয়া, ইসমাইল হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে কলমাকান্দা থানায় এই মামলা দায়ের করেছেন। লাঞ্ছিত সৈনিকের নাম রাজা কুমার। শনিবার বিকেলে উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ী এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বস্তাভর্তি বাংলাদেশি সুপারি ভারতে পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে নায়েক মোশারফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মোটরসাইকেলে থাকা দুই বস্তা সুপারি রাস্তার ওপর ফেলে চলে যায়। পরে বস্তা দুইটি বিজিবির সদস্যরা জব্দ করার চেষ্টা করলে তাঁরা তাতে বাধা দেয়। পরে বিজিবির সদস্যদের গালিগালাজ করে বস্তা দুটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সৈনিক রাজা কুমারের ইউনিফর্মের শার্টের কলার ধরে ধাক্কা দেয় ইয়াসিন নামে এক যুবক। ইসমাইল নামে আরেক ব্যক্তি রাজা কুমারের আগ্নেয়াস্ত্র নিয়ে টানাটানি শুরু করে।
এ ব্যাপারে লেংগুরা বিওপির নায়েক সুবেদার জহির উদ্দিন বলেন, ‘চোরাকারবারিরা বিজিবির সুনাম নষ্ট করতে সাজানো একটি মিথ্যা মামলা দায়েরের চেষ্টা করছে।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ বিষয়ে হাবিলদার মিনহাজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে সড়কে অতিরিক্ত ওজনের বালু বহন, গাড়ি ফিটনেসবিহীন, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৪ মিনিট আগে
পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৭ মিনিট আগে