Ajker Patrika

ময়মনসিংহে আ.লীগ–ছাত্রলীগের ১১ নেতা-কর্মী কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার থেকে আজ (রোববার) বিকেল পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার আখতার উল আলম। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, ভাঙচুর ও হত্যা মামলার আসামি। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ নেতা ও সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আজিজুল হাকিম, ফুলবাড়িয়া রাঙ্গামাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ত্রিশাল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাদিমুল হক, ভালুকা উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রাব্বী, গফরগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা আসীম ঢালী, গফরগাঁও পাগলা থানা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, তারাকান্দা বালিখা ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি মুখলেছুর রহমান, হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহবুবুল আলম রোমান, হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও হালুয়াঘাট আমতৈল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ রানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত