হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে অনুমোদনবিহীন কারখানায় শিশুখাদ্য তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড়দাসপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় আইস ললি, তেঁতুলের চাটনিসহ বেশ কিছু পণ্য ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, ওই এলাকার একটি বাড়িতে আবির ফুড নামের একটি কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করা হতো। স্যাকারিন, ঘনচিনি ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে জুস, আইস ললি, তেঁতুলের চাটনিসহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করা হয়। কারখানায় এসব খাদ্যের যাচাইয়ের জন্যও নেই কোনো যন্ত্রপাতি।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাত থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ২৫ বস্তা আইস ললি পণ্য জব্দ করে সড়কে রেখে গাড়িচাপা দিয়ে ধ্বংস করেন। এ সময় মালিক পক্ষ অনুমোদন ছাড়া আর এসব পণ্য তৈরি করবেন না বলে মুচলেকা দেওয়ায় মামলা করেনি আদালত।

জানতে চাইলে কারখানার মালিক সালমান সরকার বলেন, এসব পণ্যে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি। শুধু চিনি দিয়ে এগুলো তৈরি করা হয়। তারা বিভিন্ন সময় অনুমোদনের আবেদন করলেও তা মেলেনি। দুই বছর ধরে কারখানাটি চালাচ্ছেন বলে জানান তিনি।
সহকারী কমিশনার (ভূমি) জান্নাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। এখানে অনুমোদন ছাড়া আইস ললি ও আচার তৈরি করা হচ্ছিল। এ সময় ২৫ বস্তা আইস ললি জব্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, সেই সঙ্গে নকল পণ্য ধ্বংস করা হয়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাটে অনুমোদনবিহীন কারখানায় শিশুখাদ্য তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড়দাসপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় আইস ললি, তেঁতুলের চাটনিসহ বেশ কিছু পণ্য ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, ওই এলাকার একটি বাড়িতে আবির ফুড নামের একটি কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করা হতো। স্যাকারিন, ঘনচিনি ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে জুস, আইস ললি, তেঁতুলের চাটনিসহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করা হয়। কারখানায় এসব খাদ্যের যাচাইয়ের জন্যও নেই কোনো যন্ত্রপাতি।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাত থানা-পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ২৫ বস্তা আইস ললি পণ্য জব্দ করে সড়কে রেখে গাড়িচাপা দিয়ে ধ্বংস করেন। এ সময় মালিক পক্ষ অনুমোদন ছাড়া আর এসব পণ্য তৈরি করবেন না বলে মুচলেকা দেওয়ায় মামলা করেনি আদালত।

জানতে চাইলে কারখানার মালিক সালমান সরকার বলেন, এসব পণ্যে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি। শুধু চিনি দিয়ে এগুলো তৈরি করা হয়। তারা বিভিন্ন সময় অনুমোদনের আবেদন করলেও তা মেলেনি। দুই বছর ধরে কারখানাটি চালাচ্ছেন বলে জানান তিনি।
সহকারী কমিশনার (ভূমি) জান্নাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। এখানে অনুমোদন ছাড়া আইস ললি ও আচার তৈরি করা হচ্ছিল। এ সময় ২৫ বস্তা আইস ললি জব্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, সেই সঙ্গে নকল পণ্য ধ্বংস করা হয়েছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে