নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারিক ও তৃণমূল বিএনপি প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী রিটানিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হয়।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জামানত রক্ষা করতে মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। যা শতকরায় সাড়ে ১২ শতাংশ।
সেই হিসেবে নান্দাইল আসনে ১২১টি কেন্দ্রে ১ লাখ ৪৬ হাজার ৮১১ বৈধ ভোট পড়ে। এতে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থী জামানত রক্ষার্থে ১৮ হাজার ১৫২ পেতে হত। সেখানে জাতীয় পার্টির হাসমত মাহমুদ তারিক লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছে ৮৬৭ ভোট। অন্যদিকে তৃণমূল বিএনপি প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল পেয়েছে সোনালী আঁশ প্রতীকে ২৭৩ ভোট।
ফলাফল বিশ্লেষণ করা দেখা যায়, জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারিক ১২১টি কেন্দ্রে মধ্যে সর্বোচ্চ ৩৮ ভোট পান ঝালুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ১০ ভোটের নিচে পান ৯৫টি কেন্দ্রে। ২০ ভোটের নিচে পান ২২টি কেন্দ্রে। ২৩ ভোট দুটি কেন্দ্রে এবং ৩৭ ভোট একটি কেন্দ্রে মিলিয়ে ৮৬৭ ভোট পান।
অন্যদিকে তৃণমূল বিএনপির প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল ১২১টি কেন্দ্রে মধ্যে সর্বোচ্চ ১৮ ভোট পেয়েছে প্রার্থীর নিজ কেন্দ্র সুরাশ্রম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ৫ ভোটের নিচে ১১৭টি কেন্দ্রে। ৭ ভোট দুই কেন্দ্রে ৬ ভোট এক কেন্দ্রে মিলিয়ে ২৭৩ ভোট পান তিনি।
এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নৌকা প্রতীকে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ৬৩ হাজার ১০০ ভোট পেয়ে পরাজিত হন।

দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারিক ও তৃণমূল বিএনপি প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী রিটানিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হয়।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জামানত রক্ষা করতে মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। যা শতকরায় সাড়ে ১২ শতাংশ।
সেই হিসেবে নান্দাইল আসনে ১২১টি কেন্দ্রে ১ লাখ ৪৬ হাজার ৮১১ বৈধ ভোট পড়ে। এতে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থী জামানত রক্ষার্থে ১৮ হাজার ১৫২ পেতে হত। সেখানে জাতীয় পার্টির হাসমত মাহমুদ তারিক লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছে ৮৬৭ ভোট। অন্যদিকে তৃণমূল বিএনপি প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল পেয়েছে সোনালী আঁশ প্রতীকে ২৭৩ ভোট।
ফলাফল বিশ্লেষণ করা দেখা যায়, জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারিক ১২১টি কেন্দ্রে মধ্যে সর্বোচ্চ ৩৮ ভোট পান ঝালুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ১০ ভোটের নিচে পান ৯৫টি কেন্দ্রে। ২০ ভোটের নিচে পান ২২টি কেন্দ্রে। ২৩ ভোট দুটি কেন্দ্রে এবং ৩৭ ভোট একটি কেন্দ্রে মিলিয়ে ৮৬৭ ভোট পান।
অন্যদিকে তৃণমূল বিএনপির প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল ১২১টি কেন্দ্রে মধ্যে সর্বোচ্চ ১৮ ভোট পেয়েছে প্রার্থীর নিজ কেন্দ্র সুরাশ্রম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ৫ ভোটের নিচে ১১৭টি কেন্দ্রে। ৭ ভোট দুই কেন্দ্রে ৬ ভোট এক কেন্দ্রে মিলিয়ে ২৭৩ ভোট পান তিনি।
এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নৌকা প্রতীকে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ৬৩ হাজার ১০০ ভোট পেয়ে পরাজিত হন।

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৯ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩৬ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৩৯ মিনিট আগে