Ajker Patrika

ছাগল খুঁজতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২২, ১২: ৩৩
ছাগল খুঁজতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু 

নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে আছিয়া খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের চণ্ডীগড় গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত নারী আছিয়া খাতুন চণ্ডীগড় গ্রামের বন্দে আলীর স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, আছিয়া খাতুন গরু-ছাগল লালন-পালন করতেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছাগল বাড়ি না আসায় তিনি এলাকায় খুঁজতে বের হন। একপর্যায়ে এলাকার বাঁশঝাড়ের নিচে হাঁসের খামারের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আছিয়া খাতুন ৷ এদিকে রাত হয়ে যাচ্ছে কিন্তু আছিয়া খাতুন বাড়ি না আসায় তাঁর পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরিবারের লোকজন আছিয়া খাতুনকে বাঁশঝাড়ের নিচে হাঁসের খামারের তারের সঙ্গে পড়ে থাকতে দেখেন। তাঁরা সেখান থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আছিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক সৌরভ সাহা জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত