ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে পোশাক কর্মীবাহী বাসে আরেক বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা একটি বাস রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলেই তিন পোশাককর্মী মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসটি ত্রিশাল এলাকা থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাট এলাকায় পোশাক শ্রমিকবাহী বাসকে পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
নিহতেরা হলেন, ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২) ও অজ্ঞাত আরও একজন। নাম পরিচয় শনাক্ত হওয়া সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক।
খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই কর্মস্থলে যাচ্ছিলেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শেরপুরের একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় আসতেই হঠাৎ চাকার হাওয়া বেরিয়ে যায়। রাস্তার পাশেই চাকা মেরামত করার সময় এক যাত্রী একটি বাসে সিগনাল দিয়ে দাঁড় করালে পেছন থেকে অন্য বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন ১৫ জন।

ময়মনসিংহের ত্রিশালে পোশাক কর্মীবাহী বাসে আরেক বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা একটি বাস রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলেই তিন পোশাককর্মী মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসটি ত্রিশাল এলাকা থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাট এলাকায় পোশাক শ্রমিকবাহী বাসকে পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
নিহতেরা হলেন, ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২) ও অজ্ঞাত আরও একজন। নাম পরিচয় শনাক্ত হওয়া সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক।
খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই কর্মস্থলে যাচ্ছিলেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শেরপুরের একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় আসতেই হঠাৎ চাকার হাওয়া বেরিয়ে যায়। রাস্তার পাশেই চাকা মেরামত করার সময় এক যাত্রী একটি বাসে সিগনাল দিয়ে দাঁড় করালে পেছন থেকে অন্য বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন ১৫ জন।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
১৪ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
১৯ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে আবিদের সুস্থতা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দুর্ঘটনায় আবিদের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে ক্ষত গভীর হওয়ায় তার রক্তে সংক্রমণ (সেফটিসেমিয়া) ছড়িয়ে পড়েছিল।
৩৩ মিনিট আগে
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে