শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্ট থেকে দুই শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধারের ঘটনায় দিন দিন রহস্য ঘনীভূত হচ্ছে। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বক্তব্যে অসংগতি সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।
ঘটনার সূত্রপাত গতকাল বুধবার (১৮ জুন)। ওই দিন ছনকান্দা গ্রামের সাইফুল ইসলাম (৪৮) পুলিশের উপস্থিতিতে সাক্ষাৎকারে বলেন, তিনি মাছের প্রজেক্টে মৃত শিশু সকাল (৭) ও স্বপ্নাকে (৬) গোসল করতে দেখেননি। কিন্তু পরদিন বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৭ জুন দুপুরে তিনি ওই দুই শিশুকে প্রজেক্টে গোসল করতে দেখেছেন। এমন বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাইফুল বলেন, ‘১৮ জুন ভয়ে ওই সাক্ষাৎকার দিয়েছি।’
এদিকে প্রজেক্ট মালিক মো. মোস্তফা বলেন, ‘আমি ১৭ জুন তাদের গোসল করতে দেখি। পরে তাদের চলে যেতে বলেছি। তাদের কাপড় মোছা. আছমা বেগমের কাছে দিয়ে দিই।’
তিনি আরও বলেন, ‘নিখোঁজের ঘটনায় মাইকিং হলেও আমরা জানতাম না এত দূর (প্রায় দুই কিলোমিটার) থেকে এখানে গোসল করতে আসবে, তাই পরিবারকে কিছু জানানো হয়নি।’
এই পরস্পরবিরোধী বক্তব্য এবং দূরবর্তী স্থানে গিয়ে দুই শিশুর মৃত্যু ঘিরে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকের মতে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘নিহত পরিবারের পক্ষ থেকে স্বপন মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে ময়নাতদন্ত শেষে ১৯ জুন, রোববার বিকেলে শিশু সকাল ও স্বপ্নাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্ট থেকে দুই শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধারের ঘটনায় দিন দিন রহস্য ঘনীভূত হচ্ছে। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বক্তব্যে অসংগতি সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।
ঘটনার সূত্রপাত গতকাল বুধবার (১৮ জুন)। ওই দিন ছনকান্দা গ্রামের সাইফুল ইসলাম (৪৮) পুলিশের উপস্থিতিতে সাক্ষাৎকারে বলেন, তিনি মাছের প্রজেক্টে মৃত শিশু সকাল (৭) ও স্বপ্নাকে (৬) গোসল করতে দেখেননি। কিন্তু পরদিন বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৭ জুন দুপুরে তিনি ওই দুই শিশুকে প্রজেক্টে গোসল করতে দেখেছেন। এমন বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাইফুল বলেন, ‘১৮ জুন ভয়ে ওই সাক্ষাৎকার দিয়েছি।’
এদিকে প্রজেক্ট মালিক মো. মোস্তফা বলেন, ‘আমি ১৭ জুন তাদের গোসল করতে দেখি। পরে তাদের চলে যেতে বলেছি। তাদের কাপড় মোছা. আছমা বেগমের কাছে দিয়ে দিই।’
তিনি আরও বলেন, ‘নিখোঁজের ঘটনায় মাইকিং হলেও আমরা জানতাম না এত দূর (প্রায় দুই কিলোমিটার) থেকে এখানে গোসল করতে আসবে, তাই পরিবারকে কিছু জানানো হয়নি।’
এই পরস্পরবিরোধী বক্তব্য এবং দূরবর্তী স্থানে গিয়ে দুই শিশুর মৃত্যু ঘিরে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকের মতে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘নিহত পরিবারের পক্ষ থেকে স্বপন মিয়া বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে ময়নাতদন্ত শেষে ১৯ জুন, রোববার বিকেলে শিশু সকাল ও স্বপ্নাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা টাকা দিয়ে ধামাচাপার চেষ্টার অভিযোগ উঠেছে। বিএনপির দুই কর্মী ওই কিশোরীর পরিবারকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে ঘটনা মীমাংসার জন্য চাপ দেন। এ ঘটনায় গত সোমবার ওই কিশোরীর মা সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
১৩ মিনিট আগে‘রিটায়ার্ড অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব এনএসআই (রোওয়ান)’-এর সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অতিরিক্ত পরিচালক নাজিম উদ্দিন আহম্মেদ। সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক যুগ্ম পরিচালক মোহাম্মদ আজিজুল হক। সম্প্রতি ঢাকায় রোওয়ানের ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৫ মিনিট আগেরাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে মো. সোহাগ (৩৫) নামে একজনকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে কোতয়ালী থানা-পুলিশ। তবে প্রাথমিকভাবে তার নাম জানাতে পারেনি পুলিশ।
৪১ মিনিট আগেস্ত্রী হত্যার দায়ে মো. কামাল হোসেন (৪২) নামের একজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বুধবার বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুন পাল এই রায় দেন। একই সঙ্গে ৪০ হাজার টাকা অর্থদণ্ডও দেন আদালত।
৪৩ মিনিট আগে