নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে একটি প্রাথমিক বিদালয়ের বারান্দায় এক মানসিক ভারসাম্যহীন তরুণী একটি সন্তানের জন্ম দিয়েছেন। আজ শনিবার সকালে প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়ের বারান্দায় ওই তরুণী কন্যা সন্তান প্রসব করেন। পরে খবর পেয়ে প্রশাসনের তত্ত্বাবধানে প্রসূতি ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গাগলাজুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ৩-৪ মাস আগে কোথায় থেকে এসে করাচাপুর বাজারে আশ্রয় নেয়। তাঁর বয়স ২৫ বছরের কাছাকাছি হবে। বাজারে মানুষের ফেলে যাওয়া খাবার কুড়িয়ে খেত। অনেক সময় দোকানি বা এলাকার লোকজনও তাঁকে খাবার দিত। তার নাম ঠিকানা কিছুই আমরা জানি না। গত ১৫-২০ আগে প্রাথমিক বিদ্যালয়ের কাছে গিয়ে অবস্থান নেয়। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে একটি কন্যা সন্তান প্রসব করে ওই তরুণী। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএরও) জানালে সকালে তিনি লোক পাঠিয়ে তরুণী ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।’
ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, ‘বাচ্চাটি দত্তক নেওয়ার জন্য অনেক নিঃসন্তান দম্পতি এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে।’
উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতক ও মা দুজনেই সুস্থ্য আছে। যেহেতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন, নিজের নাম পরিচয় বলতে পারে না। তাই তার পরিচয় খোঁজা হচ্ছে। পরিবারের খোঁজ পেলে তাদের হাতে তাকে বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

নেত্রকোনার মোহনগঞ্জে একটি প্রাথমিক বিদালয়ের বারান্দায় এক মানসিক ভারসাম্যহীন তরুণী একটি সন্তানের জন্ম দিয়েছেন। আজ শনিবার সকালে প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের করাচাপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়ের বারান্দায় ওই তরুণী কন্যা সন্তান প্রসব করেন। পরে খবর পেয়ে প্রশাসনের তত্ত্বাবধানে প্রসূতি ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গাগলাজুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ৩-৪ মাস আগে কোথায় থেকে এসে করাচাপুর বাজারে আশ্রয় নেয়। তাঁর বয়স ২৫ বছরের কাছাকাছি হবে। বাজারে মানুষের ফেলে যাওয়া খাবার কুড়িয়ে খেত। অনেক সময় দোকানি বা এলাকার লোকজনও তাঁকে খাবার দিত। তার নাম ঠিকানা কিছুই আমরা জানি না। গত ১৫-২০ আগে প্রাথমিক বিদ্যালয়ের কাছে গিয়ে অবস্থান নেয়। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে একটি কন্যা সন্তান প্রসব করে ওই তরুণী। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএরও) জানালে সকালে তিনি লোক পাঠিয়ে তরুণী ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।’
ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, ‘বাচ্চাটি দত্তক নেওয়ার জন্য অনেক নিঃসন্তান দম্পতি এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে।’
উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতক ও মা দুজনেই সুস্থ্য আছে। যেহেতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন, নিজের নাম পরিচয় বলতে পারে না। তাই তার পরিচয় খোঁজা হচ্ছে। পরিবারের খোঁজ পেলে তাদের হাতে তাকে বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩৪ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩৭ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৩ ঘণ্টা আগে