শেরপুর প্রতিনিধি
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করার প্রতিবাদে ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ভাটার শ্রমিকেরা। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এ ঘটনা ঘটে। শ্রমিকেরা বিক্ষোভের একপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশে বেশ কয়েক দিন ধরে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে আসছে। অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের একটি দল অভিযানে বের হয়। খবর পেয়ে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ভাটার শ্রমিকেরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন তাঁরা। পরে শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন।
এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পুলিশের অনুরোধে মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন শ্রমিকেরা। এ সময় তাঁদের শান্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন ও সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, হাইকোর্টের নির্দেশে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে শ্রমিকেরা সরকারি কাজে বাধা দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেন। যাঁরা এ কাজে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করার প্রতিবাদে ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন ভাটার শ্রমিকেরা। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এ ঘটনা ঘটে। শ্রমিকেরা বিক্ষোভের একপর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশে বেশ কয়েক দিন ধরে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে আসছে। অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের একটি দল অভিযানে বের হয়। খবর পেয়ে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় ঝিনাইগাতী-শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ভাটার শ্রমিকেরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন তাঁরা। পরে শ্রমিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন।
এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পুলিশের অনুরোধে মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন শ্রমিকেরা। এ সময় তাঁদের শান্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন ও সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, হাইকোর্টের নির্দেশে শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে শ্রমিকেরা সরকারি কাজে বাধা দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেন। যাঁরা এ কাজে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিনের বিরুদ্ধে আজ বুধবার কিশোরগঞ্জের বাজিতপুর থানায় অভিযোগ দিয়েছেন এক নারী। এতে তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্লীলতাহানি করেছেন ওই চিকিৎসক। রুহুল আমিন সেখানে একটি ক্লিনিকে সপ্তাহে দুই দিন রোগী দেখেন বলে জানা গেছে।
১২ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কফিন মিছিল বের করেছেন। আজ বুধবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়।
১৫ মিনিট আগেসোনাগাজীতে বিএনপির কর্মী আবুল হাসেমকে (৫০) বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার হত্যাকাণ্ডের পর সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৮ মিনিট আগেবরগুনার বেতাগীতে চাঁদাবাজির মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজামাল মিন্টুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজির অভিযোগে মিন্টু ছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার খান এবং বেতাগী উপজেলা ও পৌর বিএনপির একাধিক
১ ঘণ্টা আগে