গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

জমি সংক্রান্ত বিরোধের জেরে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর ভাতিজাদের বিরুদ্ধে। এ সময় প্রতিবেশীরা কেউ এগিয়ে না এলেও জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নিজামাবাদ এলাকায়। ভুক্তভোগী বৃদ্ধ বর্তমানে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী আব্দুল হামিদ খান পাঠান ওরফে তারা মিয়া উপজেলার বোকাইনগর ইউনিয়নের নিজামাবাদ এলাকার মৃত খালে খান পাঠানের ছেলে।
স্থানীয়রা বলছে, শুক্রবার সকালে তারা মিয়াকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায় তারই সৎ ভাই মৃত আলেফ খানের ছেলে হাবিবুর রহমান আবু (৪০), নয়ন মিয়া খান পাঠান (৩৪)।
ভুক্তভোগী তারা মিয়ার ছেলে রুবেল মিয়া বলেন, ‘হাবিবুর রহমান আবু গংদের বিরুদ্ধে সম্প্রতি ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিজ দখলিয় ৪০ শতাংশ ভূমিতে ১৪৪ ধারা জারির জন্য অভিযোগ দায়ের করা হয়। এরই জেরে তাঁরা আমার বাবার ওপর এ নির্যাতন চালায়। এ সময় বাবাকে উদ্ধার করতে কেউ এগিয়ে না আসায় আমার ছোট বোন লাইলী আক্তার ৯৯৯ নম্বরে কল দেয়। পরে গৌরীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হানিফ মিয়া ঘটনাস্থল থেকে বাবাকে উদ্ধার করেন।’
অভিযুক্তেরা ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ৯৯৯ এ কল পেয়ে তারা মিয়াকে উদ্ধার করে পুলিশ। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এ ছাড়াও গত ২৭ জুলাই ধানের চারা রোপণে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. রুবেল মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা করেন।

জমি সংক্রান্ত বিরোধের জেরে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর ভাতিজাদের বিরুদ্ধে। এ সময় প্রতিবেশীরা কেউ এগিয়ে না এলেও জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নিজামাবাদ এলাকায়। ভুক্তভোগী বৃদ্ধ বর্তমানে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী আব্দুল হামিদ খান পাঠান ওরফে তারা মিয়া উপজেলার বোকাইনগর ইউনিয়নের নিজামাবাদ এলাকার মৃত খালে খান পাঠানের ছেলে।
স্থানীয়রা বলছে, শুক্রবার সকালে তারা মিয়াকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায় তারই সৎ ভাই মৃত আলেফ খানের ছেলে হাবিবুর রহমান আবু (৪০), নয়ন মিয়া খান পাঠান (৩৪)।
ভুক্তভোগী তারা মিয়ার ছেলে রুবেল মিয়া বলেন, ‘হাবিবুর রহমান আবু গংদের বিরুদ্ধে সম্প্রতি ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিজ দখলিয় ৪০ শতাংশ ভূমিতে ১৪৪ ধারা জারির জন্য অভিযোগ দায়ের করা হয়। এরই জেরে তাঁরা আমার বাবার ওপর এ নির্যাতন চালায়। এ সময় বাবাকে উদ্ধার করতে কেউ এগিয়ে না আসায় আমার ছোট বোন লাইলী আক্তার ৯৯৯ নম্বরে কল দেয়। পরে গৌরীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হানিফ মিয়া ঘটনাস্থল থেকে বাবাকে উদ্ধার করেন।’
অভিযুক্তেরা ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ৯৯৯ এ কল পেয়ে তারা মিয়াকে উদ্ধার করে পুলিশ। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এ ছাড়াও গত ২৭ জুলাই ধানের চারা রোপণে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. রুবেল মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা করেন।

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
২৬ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১ ঘণ্টা আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২ ঘণ্টা আগে