ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযানের পরদিন নদীর তীরে এক জুয়াড়ির লাশ মিলেছে। এ ঘটনায় ‘পুলিশি নির্যাতনের অভিযোগ’ তুলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করলেও পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
গত সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার চরপুঁটিমারী ইউনিয়নের ডিগ্রিরচর বালিয়ামারী এলাকা থেকে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মঙ্গলবার বিকেলে ওই এলাকার দশাআনী নদীর পাড় থেকে মো. হলকা আলী (৪২) নামে আরেক জুয়াড়ির লাশ পায় এলাকাবাসী। তিনি ওই ইউনিয়নের ডিগ্রিরচর খলিফাপাড়া এলাকার মো. আনিস হাজির ছেলে।
হলকা আলীর ছোট ভাই আব্দুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে আমার ভাই জুয়া খেলার আসর থেকে পুলিশের গ্রেপ্তার এড়াতে পালিয়ে যায়। পরদিন বিকেলে দশআনী নদীর পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করি। পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।’
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ডিগ্রিরচর বালিয়ামারী এলাকার ময়নাল খলিফার কাঠবাগানে জুয়া খেলা হচ্ছে বলে খবর পেয়ে উপপরিদর্শক মো. তারেক আহমেদের নেতৃত্বে সহকারী উপরিদর্শক মো. খোকন মিয়া, মো. আব্দুল হাদিসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাত ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
আজকের পত্রিকাকে ওসি মুহাম্মদ মাজেদুর বলেন, ‘হলকা আলী গ্রেপ্তার এড়াতে জুয়ার আসর থেকে পালিয়ে ছিল কি না, সেটা আমরা জানি না। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হলকা আলীর লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
ওই ঘটনায় উপপরিদর্শক মো. তারেক আহমেদ বাদী হয়ে আটক সাতজনের নামে জুয়া খেলা নিরোধ আইনে মামলা করেন। মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে বিচারক জামিন মঞ্জুর করেন।
এদিকে মঙ্গলবার বিকেলে হলকা আলীর লাশ কাঁধে নিয়ে ডিগ্রিরচর-বেনুয়ারচর সড়কে স্থানীয় শত শত মানুষ বিক্ষোভ করেন। ‘পুলিশের বিচার চাই’ স্লোগান দেন তাঁরা। সন্ধ্যার একটু আগে ইসলামপুর থানার ওসি হলকা আলীর বাড়িতে যান। পরে বিনা ময়নাতদন্তে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।

জামালপুরের ইসলামপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযানের পরদিন নদীর তীরে এক জুয়াড়ির লাশ মিলেছে। এ ঘটনায় ‘পুলিশি নির্যাতনের অভিযোগ’ তুলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করলেও পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
গত সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার চরপুঁটিমারী ইউনিয়নের ডিগ্রিরচর বালিয়ামারী এলাকা থেকে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মঙ্গলবার বিকেলে ওই এলাকার দশাআনী নদীর পাড় থেকে মো. হলকা আলী (৪২) নামে আরেক জুয়াড়ির লাশ পায় এলাকাবাসী। তিনি ওই ইউনিয়নের ডিগ্রিরচর খলিফাপাড়া এলাকার মো. আনিস হাজির ছেলে।
হলকা আলীর ছোট ভাই আব্দুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে আমার ভাই জুয়া খেলার আসর থেকে পুলিশের গ্রেপ্তার এড়াতে পালিয়ে যায়। পরদিন বিকেলে দশআনী নদীর পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করি। পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।’
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, ডিগ্রিরচর বালিয়ামারী এলাকার ময়নাল খলিফার কাঠবাগানে জুয়া খেলা হচ্ছে বলে খবর পেয়ে উপপরিদর্শক মো. তারেক আহমেদের নেতৃত্বে সহকারী উপরিদর্শক মো. খোকন মিয়া, মো. আব্দুল হাদিসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাত ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
আজকের পত্রিকাকে ওসি মুহাম্মদ মাজেদুর বলেন, ‘হলকা আলী গ্রেপ্তার এড়াতে জুয়ার আসর থেকে পালিয়ে ছিল কি না, সেটা আমরা জানি না। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হলকা আলীর লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
ওই ঘটনায় উপপরিদর্শক মো. তারেক আহমেদ বাদী হয়ে আটক সাতজনের নামে জুয়া খেলা নিরোধ আইনে মামলা করেন। মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে বিচারক জামিন মঞ্জুর করেন।
এদিকে মঙ্গলবার বিকেলে হলকা আলীর লাশ কাঁধে নিয়ে ডিগ্রিরচর-বেনুয়ারচর সড়কে স্থানীয় শত শত মানুষ বিক্ষোভ করেন। ‘পুলিশের বিচার চাই’ স্লোগান দেন তাঁরা। সন্ধ্যার একটু আগে ইসলামপুর থানার ওসি হলকা আলীর বাড়িতে যান। পরে বিনা ময়নাতদন্তে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে