Ajker Patrika

ময়মনসিংহে যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলি, গুলিবিদ্ধ ২ 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১০: ৫৬
ময়মনসিংহে যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলি, গুলিবিদ্ধ ২ 

ময়মনসিংহে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে গোলাগুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর বাঁশবাড়ী কলোনি মোড়ে একটি সালিস বৈঠকে এ ঘটনা ঘটে। এ সময় মোট তিনজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। 

গুলিবিদ্ধরা হলেন বাশবাড়ী কলোনির মো. আজমুন (১৮), মাহমুদুল হাসান জয় (২২)। এ ঘটনায় আহত আরেকজন হলেন বাদল মিয়া (৪০)। 

এ নিয়ে ওসি শাহ কামাল বলেন, ‘গতকাল বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক শ্রাবণের সঙ্গে বাঁশবাড়ী কলোনির পুকুরপাড় এলাকার যুবলীগের কর্মী গোপালের মারামারি হয়। এরপর গতকাল সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য কাউন্সিলর দেলোয়ার হোসেন ও কাউন্সিলর আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্যদের নিয়ে বাশবাড়ী কলোনি মোড়ে সালিসে বসেন। এ সময় শ্রাবণ ও গোপালের পক্ষের লোকেরা উত্তেজিত হয়ে গোলাগুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে শ্রাবণের পক্ষের আজমুন ও মাহমুদুল হাসান জয় গুলিবিদ্ধ হন। গোপালের পক্ষের মো. বাদল মিয়া নামে একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’ 

ওসি শাহ কামাল আরও বলেন, ‘গুলিবিদ্ধ দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে তাঁরা আশঙ্কামুক্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত