ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া নারী ও শিশুর পরিচয় পাওয়া গেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তানিয়া আক্তার (২২) ও তাঁর দুই বছর বয়সী মেয়ে রাইসা আক্তার। বাড়ি সদর উপজেলা চরসিরতা গ্রামে। তানিয়ার বাবার নাম মান্নান আলী। তিনি নগরীর বাদেকল্পা এলাকার রাজমিস্ত্রি মো. মুস্তাকিনের স্ত্রী।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন সানকিপাড়া কলেজ রোড এলাকায় আসতেই তানিয়া ও তাঁর দুই বছর বয়সী মেয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।’
তানিয়ার ভাশুর আল আমিন বলেন, ‘আট বছর আগে আমার ভাইয়ের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তানিয়া একটু অন্যমনস্ক ছিল। এনিয়ে কয়েকবার সালিসও হয়েছিল। সে মন চাইলেই ঘর থেকে বের হয়ে পড়ত। আজকে সকালে মুস্তাকিন কাজে যাওয়ার পরপরই তানিয়া তার মেয়েকে নিয়ে বের হয়ে পড়ে। পরে শুনি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এখন থানায় আসছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায়, কালো বোরকা পড়া এক নারী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী রেললাইনে শুয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুর মৃত্যু হয়।
সানকিপাড়া কলেজ রোড এলাকার গেটম্যান আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনটি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি আসতেই ওই নারী প্রথমে রেললাইনে ঝাঁপ দেয়। পরে শিশুটির মাথা ঢুকিয়ে দেয়। এ দৃশ্য দেখার পর আমার মাথাও ঠিক নেই। যদি বুঝতে পারতাম সে ট্রেনে ঝাঁপ দেবে, তাহলে তাকে বাঁচাতে পারতাম।’

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া নারী ও শিশুর পরিচয় পাওয়া গেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তানিয়া আক্তার (২২) ও তাঁর দুই বছর বয়সী মেয়ে রাইসা আক্তার। বাড়ি সদর উপজেলা চরসিরতা গ্রামে। তানিয়ার বাবার নাম মান্নান আলী। তিনি নগরীর বাদেকল্পা এলাকার রাজমিস্ত্রি মো. মুস্তাকিনের স্ত্রী।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন সানকিপাড়া কলেজ রোড এলাকায় আসতেই তানিয়া ও তাঁর দুই বছর বয়সী মেয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।’
তানিয়ার ভাশুর আল আমিন বলেন, ‘আট বছর আগে আমার ভাইয়ের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তানিয়া একটু অন্যমনস্ক ছিল। এনিয়ে কয়েকবার সালিসও হয়েছিল। সে মন চাইলেই ঘর থেকে বের হয়ে পড়ত। আজকে সকালে মুস্তাকিন কাজে যাওয়ার পরপরই তানিয়া তার মেয়েকে নিয়ে বের হয়ে পড়ে। পরে শুনি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এখন থানায় আসছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায়, কালো বোরকা পড়া এক নারী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী রেললাইনে শুয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুর মৃত্যু হয়।
সানকিপাড়া কলেজ রোড এলাকার গেটম্যান আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনটি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি আসতেই ওই নারী প্রথমে রেললাইনে ঝাঁপ দেয়। পরে শিশুটির মাথা ঢুকিয়ে দেয়। এ দৃশ্য দেখার পর আমার মাথাও ঠিক নেই। যদি বুঝতে পারতাম সে ট্রেনে ঝাঁপ দেবে, তাহলে তাকে বাঁচাতে পারতাম।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৫ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে