Ajker Patrika

ফাতেমা রানির তীর্থস্থানে রাতভর হাতির তাণ্ডব, ক্রুশ তছনছ, কাঁঠাল খেয়ে সাবাড়

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৪, ১৮: ০৪
ফাতেমা রানির তীর্থস্থানে রাতভর হাতির তাণ্ডব, ক্রুশ তছনছ, কাঁঠাল খেয়ে সাবাড়

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীতে স্থাপিত ফাতেমা রানির তীর্থস্থানে বন্য হাতির পাল তাণ্ডব চালিয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর তাণ্ডব চালিয়ে ওই ধর্মপল্লির ক্রুশ ও গম্বুজ গুঁড়িয়ে দিয়েছে হাতির পাল। পল্লির গাছের কাঁঠাল খেয়ে সাবাড় করে দিয়েছে তারা।

খ্রিষ্টানপল্লী কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে ৪০ / ৫০ টির একদল বন্য হাতি খাবারের সন্ধানে কাঁটাতারের বেড়া ভেঙে সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীতে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে থাকে। এ সময় ওই ধর্মপল্লির ফাতেমা রানির তীর্থস্থানে সিঁড়ি পথে স্থাপিত ৪টি ক্রুশ ও ৩টি গম্বুজ গুঁড়িয়ে দেয়। মিশন এলাকার মাদার মেরির মূর্তির চারপাশের গ্রিলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া গাছের কাঁঠাল খেয়ে সাবাড় করেছে বন্য হাতির পাল। সারা রাত আতঙ্কে কাটিয়েছেন ধর্মপল্লির ভেতরে বসবাসরতরা। তাঁরা গ্রামবাসীদের সহায়তায় মশাল জ্বালিয়ে চিৎকার করে খড়কুটোয় আগুন জ্বালিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। বন্য হাতির দলটি ভোরের দিকে মিশন এলাকা ত্যাগ করে।

বিষয়টি নিশ্চিত করে বারমারী সাধু লিও খ্রিষ্টধর্মপল্লীর পাল পুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী বলেন, বন্য হাতির দল মঙ্গলবার রাতে কাঁটাতারের বেড়া ভেঙে মিশন এলাকায় প্রবেশ করে ৪টি ক্রুশ ও ৩টি গম্বুজ গুঁড়িয়ে দিয়েছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আমরা সারা রাত নির্ঘুম থেকে গ্রামবাসীর সহযোগিতায় বন্য হাতি তাড়িয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত