Ajker Patrika

সোমেশ্বরীতে নৌকা ডুবি, ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রীর 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৫: ৫৮
সোমেশ্বরীতে নৌকা ডুবি, ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রীর 

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও তাঁকে উদ্ধার করতে পারেনি ডুবুরি দল। আজ শুক্রবার দুপুরে নিখোঁজের উদ্ধারকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী। 

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে সোমেশ্বরী নদীর কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে নৌকা ডুবির ঘটনা ঘটে। 

নিখোঁজ ছাত্রীর নাম রেখা আক্তার (১৭)। সে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মহরম মিয়া। সে কেরনখলা মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ধারণক্ষমতার বেশি যাত্রী তোলায় ও নৌকার নিচে ছিদ্র দিয়ে পানি ঢুকে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পায়। কিন্তু রেখা আক্তার নিখোঁজ হয়। ওই দিন রাতে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালায় তবে রাত হয়ে যাওয়ায় পরদিন শুক্রবার পুনরায় সকাল সাড়ে ৭টার থেকে উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল। তবে এ পর্যন্ত ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও নিখোঁজের সন্ধান মেলেনি। 

 এ নিয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী আজকের পত্রিকাকে জানান, গতকাল রাতে প্রথমবার উদ্ধারকাজ চলে। রাতে ডুবুরি দল কাজ করতে পারে না বিধায় পুনরায় দ্বিতীয় ধাপে আজ সকাল থেকে শুরু হয় উদ্ধারকাজ। ডুবুরি দলের লিডার সফিকুল ইসলামের নেতৃত্বে এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত