ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে পারভীন আক্তার (১৯) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ার চালা গ্রামের বাড়ির পাশের পরিত্যক্ত এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারভীন আক্তার চালা গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাবা-মা মারা যাওয়ার পর ফুপু হালিমা খাতুনের বাড়িতে থেকে পার্শ্ববর্তী সখিপুর উপজেলার বড়চওনা-কুতুবপুর বিকে ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের লেখাপড়া করতেন। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে পারভীন কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব আত্মীয়স্বজনদের বাড়ি খোঁজাখুঁজির করে কোথাও তাঁর সন্ধান মেলেনি।
সোমবার সকালে বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরের পানিতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ দুপুরে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, ‘মেয়েটির বাবা মা মারা যাওয়ার পর থেকে সে তার ফুপুর বাড়িতেই বসবাস করে আসছিল। কি কারণে এমনটা হলো, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘উপজেলার আউলিয়ার চালা এলাকার একটি পুকুর থেকে এক মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির বাবা-মা মারা যাওয়ার পর সে তাঁর ফুপু হালিমা খাতুনের বাড়িতে থাকত। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে মেয়েটি নিখোঁজ হলেও থানায় কোনো ডায়েরি করা হয়নি। তদন্তের পর খুন না অন্য কিছু তা বিস্তারিত জানা যাবে।’

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে পারভীন আক্তার (১৯) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ার চালা গ্রামের বাড়ির পাশের পরিত্যক্ত এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারভীন আক্তার চালা গ্রামের মৃত আহাম্মদ আলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাবা-মা মারা যাওয়ার পর ফুপু হালিমা খাতুনের বাড়িতে থেকে পার্শ্ববর্তী সখিপুর উপজেলার বড়চওনা-কুতুবপুর বিকে ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের লেখাপড়া করতেন। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে পারভীন কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব আত্মীয়স্বজনদের বাড়ি খোঁজাখুঁজির করে কোথাও তাঁর সন্ধান মেলেনি।
সোমবার সকালে বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরের পানিতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ দুপুরে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, ‘মেয়েটির বাবা মা মারা যাওয়ার পর থেকে সে তার ফুপুর বাড়িতেই বসবাস করে আসছিল। কি কারণে এমনটা হলো, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘উপজেলার আউলিয়ার চালা এলাকার একটি পুকুর থেকে এক মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির বাবা-মা মারা যাওয়ার পর সে তাঁর ফুপু হালিমা খাতুনের বাড়িতে থাকত। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে মেয়েটি নিখোঁজ হলেও থানায় কোনো ডায়েরি করা হয়নি। তদন্তের পর খুন না অন্য কিছু তা বিস্তারিত জানা যাবে।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৮ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৩১ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩৪ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে