ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রতীক বরাদ্দ নিতে আসেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পছন্দের প্রতীক পেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারে নেমে পড়েন তাঁরা।
নির্বাচন উৎসবমুখর করতে এবার দলীয় প্রতীক ছাড়া দ্বিতীয়বারের মতো ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন মেয়র প্রার্থী। বিএনপি নির্বাচনে না আসায় এর মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক পেয়েছেন চারজন। জাতীয় পার্টি মনোনীত জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল পেয়েছেন লাঙল প্রতীক।
এ ছাড়া ময়মনসিংহ সিটির সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু পেয়েছেন দেয়াল ঘড়ি প্রতীক, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া প্রতীক, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক খান মিল্কী টজু পেয়েছেন হাতি প্রতীক, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক।
প্রতীক পেয়ে ময়মনসিংহ সিটির সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু বলেন, ‘ঘড়ি উন্নয়নের প্রতীক। উন্নয়নের অসমাপ্ত কাজ করতে নগরবাসী আবারও ঘড়ি প্রতীকে আস্থা রাখবে। বিগত পাঁচ বছরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে শতভাগ উন্নয়ন করা সম্ভব হয়নি। সাধারণ মানুষ আমার প্রতি সমর্থন দিলে চলমান উন্নয়নকাজ ভালোভাবে সম্পন্ন করতে পারব। সাধারণ মানুষের পাশাপাশি নেতা-কর্মী আমার সঙ্গে রয়েছে। আশ রাখছি জয় সহজেই আসবে।’
হাতি প্রতীক পাওয়া শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক খান মিল্কী টজু বলেন, ‘নগরের মানুষ আকাশ দেখতে চায়, পরিচ্ছন্ন নগরীতে বসবাস করতে চায়, যানজট সমস্যার নিরসন চান তাই তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমি প্রার্থী হয়েছি। পছন্দের প্রতীক হাতি পেয়েছি। মানুষ পরিবর্তনের লক্ষ্যে হাতি প্রতীকেই আস্থা রাখবে।’
পছন্দের প্রতীক ঘোড়া নিয়ে প্রচারের মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। তিনি বলেন, ‘প্রতীক হাতে পেয়েই মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আমার পক্ষে সাধারণ মানুষের বেশ সাড়া রয়েছে। কারণ বিগত সময়ে প্রত্যাশা অনুযায়ী সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। মানুষকে সুন্দর স্মার্ট শহর উপহার দিতেই আমার প্রার্থী হওয়া।’
প্রতীক পেয়ে প্রচারে নেমেছেন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও। পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল মুনসুর বলেন, ‘আলহামদুলিল্লাহ, লাউ প্রতীক পেয়েছি। আমি একজন সাংস্কৃতিক কর্মী, সকলের পরিচিত মানুষ। প্রার্থী হওয়ার মূল লক্ষ্য হচ্ছে মানবিক সুস্থ সমাজ গঠন করা। আমার স্লোগান হচ্ছে প্রত্যেক ভোটার হবে কাউন্সিলর।’
৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শাম্মি আক্তার মিতু বলেন, ‘বিগত পাঁচ বছরও এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আবারও সুযোগ পেলে নিজের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই।’
৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৯ মার্চ ইভিএমের মাধ্যমে হবে ভোট গ্রহণ। এখানে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন আর নারী ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন এবং হিজড়া রয়েছেন ৯ জন।

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রতীক বরাদ্দ নিতে আসেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পছন্দের প্রতীক পেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারে নেমে পড়েন তাঁরা।
নির্বাচন উৎসবমুখর করতে এবার দলীয় প্রতীক ছাড়া দ্বিতীয়বারের মতো ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন মেয়র প্রার্থী। বিএনপি নির্বাচনে না আসায় এর মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক পেয়েছেন চারজন। জাতীয় পার্টি মনোনীত জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল পেয়েছেন লাঙল প্রতীক।
এ ছাড়া ময়মনসিংহ সিটির সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু পেয়েছেন দেয়াল ঘড়ি প্রতীক, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া প্রতীক, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক খান মিল্কী টজু পেয়েছেন হাতি প্রতীক, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক।
প্রতীক পেয়ে ময়মনসিংহ সিটির সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু বলেন, ‘ঘড়ি উন্নয়নের প্রতীক। উন্নয়নের অসমাপ্ত কাজ করতে নগরবাসী আবারও ঘড়ি প্রতীকে আস্থা রাখবে। বিগত পাঁচ বছরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে শতভাগ উন্নয়ন করা সম্ভব হয়নি। সাধারণ মানুষ আমার প্রতি সমর্থন দিলে চলমান উন্নয়নকাজ ভালোভাবে সম্পন্ন করতে পারব। সাধারণ মানুষের পাশাপাশি নেতা-কর্মী আমার সঙ্গে রয়েছে। আশ রাখছি জয় সহজেই আসবে।’
হাতি প্রতীক পাওয়া শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক খান মিল্কী টজু বলেন, ‘নগরের মানুষ আকাশ দেখতে চায়, পরিচ্ছন্ন নগরীতে বসবাস করতে চায়, যানজট সমস্যার নিরসন চান তাই তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমি প্রার্থী হয়েছি। পছন্দের প্রতীক হাতি পেয়েছি। মানুষ পরিবর্তনের লক্ষ্যে হাতি প্রতীকেই আস্থা রাখবে।’
পছন্দের প্রতীক ঘোড়া নিয়ে প্রচারের মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। তিনি বলেন, ‘প্রতীক হাতে পেয়েই মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আমার পক্ষে সাধারণ মানুষের বেশ সাড়া রয়েছে। কারণ বিগত সময়ে প্রত্যাশা অনুযায়ী সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। মানুষকে সুন্দর স্মার্ট শহর উপহার দিতেই আমার প্রার্থী হওয়া।’
প্রতীক পেয়ে প্রচারে নেমেছেন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাও। পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল মুনসুর বলেন, ‘আলহামদুলিল্লাহ, লাউ প্রতীক পেয়েছি। আমি একজন সাংস্কৃতিক কর্মী, সকলের পরিচিত মানুষ। প্রার্থী হওয়ার মূল লক্ষ্য হচ্ছে মানবিক সুস্থ সমাজ গঠন করা। আমার স্লোগান হচ্ছে প্রত্যেক ভোটার হবে কাউন্সিলর।’
৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী শাম্মি আক্তার মিতু বলেন, ‘বিগত পাঁচ বছরও এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আবারও সুযোগ পেলে নিজের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই।’
৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৯ মার্চ ইভিএমের মাধ্যমে হবে ভোট গ্রহণ। এখানে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন আর নারী ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন এবং হিজড়া রয়েছেন ৯ জন।

নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ মিনিট আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১৫ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৮ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
২১ মিনিট আগে