জামালপুর প্রতিনিধি

অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে জামালপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের চার মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে অনেক নেতা-কর্মী গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
গতকাল বুধবার রাতে জামালপুর সদর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ থানায় এ মামলা করা হয়। এতে ১৪৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
এ চার পুলিশ জানায়, জামালপুর সদর থানায় ৫৪ জনের নাম এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০ জনকে। শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বকশীগঞ্জ থানায় ৩০ জনের নাম এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। এর মধ্যে রাতেই শহরের সীমারপাড়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ইসলামপুর থানায় ২৪ জনের নামে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ জনকে। বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর দেওয়ানগঞ্জে ৪০ জনের নামে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরে বিএনপির নেতা-কর্মীদের বাসাবাড়িতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অনেক নেতা-কর্মী পুলিশের গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এদের বেশির ভাগ রাজধানীতে বিএনপির সমাবেশে অংশ নিতে আগেভাগেই চলে গেছেন।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘সরকার ঢাকার বিএনপির সমাবেশ বানচাল করতেই বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করছে। তিনি বলেন, সরকারের এই পরিকল্পনা সফল হবে না। যত বাধাই আসুক, ঢাকার মহাসমাবেশ সার্থক এবং সফল করব।’

অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে জামালপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের চার মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে অনেক নেতা-কর্মী গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
গতকাল বুধবার রাতে জামালপুর সদর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ থানায় এ মামলা করা হয়। এতে ১৪৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
এ চার পুলিশ জানায়, জামালপুর সদর থানায় ৫৪ জনের নাম এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০ জনকে। শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বকশীগঞ্জ থানায় ৩০ জনের নাম এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। এর মধ্যে রাতেই শহরের সীমারপাড়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ইসলামপুর থানায় ২৪ জনের নামে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ জনকে। বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর দেওয়ানগঞ্জে ৪০ জনের নামে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
জামালপুরে বিএনপির নেতা-কর্মীদের বাসাবাড়িতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অনেক নেতা-কর্মী পুলিশের গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এদের বেশির ভাগ রাজধানীতে বিএনপির সমাবেশে অংশ নিতে আগেভাগেই চলে গেছেন।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘সরকার ঢাকার বিএনপির সমাবেশ বানচাল করতেই বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করছে। তিনি বলেন, সরকারের এই পরিকল্পনা সফল হবে না। যত বাধাই আসুক, ঢাকার মহাসমাবেশ সার্থক এবং সফল করব।’

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১০ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২০ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে