ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে কৃষক লীগ নেতা শামীম পারভেজ (৩৭) নিহত হয়েছেন। এতে তাঁর সহযোগী নজরুল কবির দীপক (৩৩) গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম পারভেজ ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলামের বড় ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আহত নজরুল কবির দীপক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ত্রিশাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমছর আলীর ছেলে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলেই একজন নিহত ও অপরজন আহত হন। নিহতের পরিবার থেকে কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের বাইপাস এলাকায় যুবলীগ নেতা শামীম পারভেজ আজ ভোরে নিজস্ব ফিশারির পাঙাশ মাছ বিক্রি করে গাড়ি চালিয়ে ত্রিশাল আসছিলেন। এ সময় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় এলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ি থেকে দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে গাড়ির চালক যুবলীগ নেতা শামীম পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে থাকা নজরুল কবির দীপক গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। দুর্ঘটনা-পরবর্তী তাঁদের গাড়ি থেকে বের করার পর তাতে আগুন ধরে যায়।

ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে কৃষক লীগ নেতা শামীম পারভেজ (৩৭) নিহত হয়েছেন। এতে তাঁর সহযোগী নজরুল কবির দীপক (৩৩) গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম পারভেজ ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলামের বড় ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আহত নজরুল কবির দীপক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ত্রিশাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমছর আলীর ছেলে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলেই একজন নিহত ও অপরজন আহত হন। নিহতের পরিবার থেকে কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের বাইপাস এলাকায় যুবলীগ নেতা শামীম পারভেজ আজ ভোরে নিজস্ব ফিশারির পাঙাশ মাছ বিক্রি করে গাড়ি চালিয়ে ত্রিশাল আসছিলেন। এ সময় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় এলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ি থেকে দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে গাড়ির চালক যুবলীগ নেতা শামীম পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে থাকা নজরুল কবির দীপক গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। দুর্ঘটনা-পরবর্তী তাঁদের গাড়ি থেকে বের করার পর তাতে আগুন ধরে যায়।

ফরিদপুরে উদ্ধার করা বোমাটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বলে শনাক্ত করা হয়েছে। শক্তিশালী বোমাটি দূরযন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। আজ সোমবার সকালে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বোমাটি নিষ্ক্রিয় করেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজালের সদস্যরা।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ ঘণ্টা আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে