নেত্রকোনা প্রতিনিধি

বিয়ের প্রলোভন দেখিয়ে নেত্রকোনার কলমাকান্দায় প্রবাসী যুবকের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এর আগে ওই প্রবাসী যুবকের বাড়ি থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
অভিযুক্ত মাহবুব আলম উপজেলার খারনৈ ইউনিয়নের আড়ালিয়া গৌরীপুর গ্রামের মৃত আ. হেলিমের ছেলে। তিনি ১৪ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে চাকরি করেন।
অভিযোগে সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাত থেকে মাহবুব আলম (৩২) ছয় মাসের ছুটিতে দেশে আসেন। তখন এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলাম আমি। বাড়ি থেকে কলেজে আসা–যাওয়ার পথে দেখা হতো, নিয়মিত কথা হতো। একপর্যায়ে মাহবুবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে একাধিকবার দৈহিক মেলামেশা করে। পরে ছুটি শেষে সংযুক্ত আরব আমিরাত চলে যায় মাহবুব।
এরপর মোবাইল ফোনে দুজনের নিয়মিত কথা চলতো। চলতি বছরের ৫ জুন আবার দেশে আসেন মাহবুব। গত শনিবার (১০ জুন) সকালে মাহবুব বিয়ের কথা বলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে আনে। সারা দিন মাহবুব বিভিন্ন জায়গায় ঘুরে কেনাকাটা করে। ওই দিনও নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে মাহবুব।
সন্ধ্যার দিকে মাহবুব বাড়িতে চলে যেতে বলে। কিন্তু কিছু দূর গিয়ে তার মোবাইল ফোন বন্ধ পেয়ে আমার সন্দেহ হয়। পরে আমি বাড়িতে না গিয়ে মাহবুবের বাসায় যাই। সেখানে গিয়ে দেখি মাহবুব বাসায় নেই। এ সময় তার মা ও বড় ভাইয়ের স্ত্রী হেনা আক্তার আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। তাতে রাজি না হলে মোবাইল ফোন কেড়ে নিয়ে তারা আমাকে ঘরের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন।
পরের দিন সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে হেনা আক্তার আমাকে মারধর করেন। পরে হেনা আক্তার মাহবুবের মাকে নিয়ে মূল গেটে তালা লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে।
কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে ওই কলেজছাত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
থানায় অভিযোগের পর অভিযুক্ত মাহবুব আলম ও পরিবারের লোকজন বাড়ি ছেড়ে চলে যাওয়ায় এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিয়ের প্রলোভন দেখিয়ে নেত্রকোনার কলমাকান্দায় প্রবাসী যুবকের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এর আগে ওই প্রবাসী যুবকের বাড়ি থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
অভিযুক্ত মাহবুব আলম উপজেলার খারনৈ ইউনিয়নের আড়ালিয়া গৌরীপুর গ্রামের মৃত আ. হেলিমের ছেলে। তিনি ১৪ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে চাকরি করেন।
অভিযোগে সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাত থেকে মাহবুব আলম (৩২) ছয় মাসের ছুটিতে দেশে আসেন। তখন এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলাম আমি। বাড়ি থেকে কলেজে আসা–যাওয়ার পথে দেখা হতো, নিয়মিত কথা হতো। একপর্যায়ে মাহবুবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে একাধিকবার দৈহিক মেলামেশা করে। পরে ছুটি শেষে সংযুক্ত আরব আমিরাত চলে যায় মাহবুব।
এরপর মোবাইল ফোনে দুজনের নিয়মিত কথা চলতো। চলতি বছরের ৫ জুন আবার দেশে আসেন মাহবুব। গত শনিবার (১০ জুন) সকালে মাহবুব বিয়ের কথা বলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে আনে। সারা দিন মাহবুব বিভিন্ন জায়গায় ঘুরে কেনাকাটা করে। ওই দিনও নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে মাহবুব।
সন্ধ্যার দিকে মাহবুব বাড়িতে চলে যেতে বলে। কিন্তু কিছু দূর গিয়ে তার মোবাইল ফোন বন্ধ পেয়ে আমার সন্দেহ হয়। পরে আমি বাড়িতে না গিয়ে মাহবুবের বাসায় যাই। সেখানে গিয়ে দেখি মাহবুব বাসায় নেই। এ সময় তার মা ও বড় ভাইয়ের স্ত্রী হেনা আক্তার আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। তাতে রাজি না হলে মোবাইল ফোন কেড়ে নিয়ে তারা আমাকে ঘরের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন।
পরের দিন সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে হেনা আক্তার আমাকে মারধর করেন। পরে হেনা আক্তার মাহবুবের মাকে নিয়ে মূল গেটে তালা লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে।
কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে ওই কলেজছাত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
থানায় অভিযোগের পর অভিযুক্ত মাহবুব আলম ও পরিবারের লোকজন বাড়ি ছেড়ে চলে যাওয়ায় এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে