নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ মামলা করায় এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় আরও ছয় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
এর আগে ২১ জানুয়ারি দুইজনকে গ্রেপ্তার করে র্যাব। এনিয়ে এই মামলায় মোট আটজন গ্রেপ্তার হল।
গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হচ্ছেন-আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামের মো. নূরুল হক (৩৮), মো. সম্রাট মিয়া (৫০), সামছুল হক (৪৫), একই গ্রামের মো. মাসুদ মিয়া (৩০), মো. হিমন মিয়া (৩০) ও মো. রোকন মিয়া (৩০)।
এর আগ গ্রেপ্তার দুইজন হলেন একই গ্রামের মো. অসীম (২৫) ও মো. রাজু মিয়া (২৩)।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর উপপরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, পালগাঁও গ্রামের সেলিনা আক্তার ও তার স্বামী খোকন মিয়ার সঙ্গে অসীম, রাজু, মাসুদসহ কয়েকজনের জমির বিরোধ ছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিক মামলাও ছিল। গত ডিসেম্বরে সেলিনা তাদের পাঁচজনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেন।
এর জেরে ৩ জানুয়ারি রাতে অসীম ও রাজুসহ কয়েকজন দেশি অস্ত্র নিয়ে সেলিনার বাড়ির দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর তারা সেলিনাকে উঠানে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেলিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে। সেখানে ৪ জানুয়ারি ভোরে সেলিনা মারা যান।
এ ঘটনায় ৮ জানুয়ারি নিহতের ননদ বেদেনা আক্তার বাদী হয়ে অসীম ও রাজু, মাসুদসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।
ময়মনসিংহ র্যাব-১৪ এর উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপন করে ছদ্মবেশে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।’
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারদের বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।’

নেত্রকোনার আটপাড়ায় ধর্ষণ মামলা করায় এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় আরও ছয় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
এর আগে ২১ জানুয়ারি দুইজনকে গ্রেপ্তার করে র্যাব। এনিয়ে এই মামলায় মোট আটজন গ্রেপ্তার হল।
গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হচ্ছেন-আটপাড়া উপজেলার পালগাঁও গ্রামের মো. নূরুল হক (৩৮), মো. সম্রাট মিয়া (৫০), সামছুল হক (৪৫), একই গ্রামের মো. মাসুদ মিয়া (৩০), মো. হিমন মিয়া (৩০) ও মো. রোকন মিয়া (৩০)।
এর আগ গ্রেপ্তার দুইজন হলেন একই গ্রামের মো. অসীম (২৫) ও মো. রাজু মিয়া (২৩)।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর উপপরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, পালগাঁও গ্রামের সেলিনা আক্তার ও তার স্বামী খোকন মিয়ার সঙ্গে অসীম, রাজু, মাসুদসহ কয়েকজনের জমির বিরোধ ছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিক মামলাও ছিল। গত ডিসেম্বরে সেলিনা তাদের পাঁচজনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেন।
এর জেরে ৩ জানুয়ারি রাতে অসীম ও রাজুসহ কয়েকজন দেশি অস্ত্র নিয়ে সেলিনার বাড়ির দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর তারা সেলিনাকে উঠানে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেলিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে। সেখানে ৪ জানুয়ারি ভোরে সেলিনা মারা যান।
এ ঘটনায় ৮ জানুয়ারি নিহতের ননদ বেদেনা আক্তার বাদী হয়ে অসীম ও রাজু, মাসুদসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।
ময়মনসিংহ র্যাব-১৪ এর উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপন করে ছদ্মবেশে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আটপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।’
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারদের বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে