Ajker Patrika

শয্যা সংকটে মমেক হাসপাতালে ভোগান্তি 

ময়মনসিংহ প্রতিনিধি
শয্যা সংকটে মমেক হাসপাতালে ভোগান্তি 

শয্যার তুলনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) তিনগুণের বেশি রোগী ভর্তি হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাঁদের স্বজনদের। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য বলছে, হাসপাতালটি আস্থার সাক্ষর রাখায় দিন দিন এ হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। ১ হাজার শয্যা বিশিষ্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলা ছাড়াও গাজীপুর, সুনামগঞ্জ এবং রংপুরের রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন। 

জানা গেছে, হাসপাতালটিতে গড়ে প্রতিদিন ৩০০০-৩২০০ রোগী ভর্তি হয়ে থাকেন। এতে শয্যা সংকটের কারণে মেঝে ও বারান্দায় শুয়ে সেবা নিতে হচ্ছে অনেককে। রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, কষ্টের পরেও হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পেয়ে তাঁরা সন্তুষ্ট। 

সেবার মান ধরে রাখায় সারা দেশে ২০১৮-২০২০ সালে পরপর তিন বছর স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রথম স্থান অর্জন করে মমেক। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বেশ কয়েকটি স্থাপনার কাজ চলমান রয়েছে। ২০২৬ সালের মধ্যে সেগুলোর কার্যক্রম শুরু হলে শয্যা সংকটের যে ভোগান্তি সেটি অনেকটাই কমে যাবে। 

নেত্রকোনার মদন উপজেলার বাসিন্দা হায়াতুর রহমান জানান, গত তিন দিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে তাঁর বাবা ভর্তি আছেন। এত রোগীর মধ্যেও সাধ্য অনুযায়ী চিকিৎসকেরা সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন। তবে শয্যা স্বল্পতার কারণে মানুষকে কষ্ট পেতে হচ্ছে। ওয়ার্ড সংখ্যা বাড়ালে রোগী ও স্বজনদের দুর্ভোগ কমবে। 

কুড়িগ্রাম থেকে আসা হাফিজুর রহমান বলেন, ‘আমি সাত দিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছি। অনেক লোকজনের আনাগোনার কারণে আমার একটি মোবাইল চুরি হয়ে গেছে। নিরাপত্তা ভালো থাকার পরেও কেন এমন হলো বুঝতে পারছি না।’ 

ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার হাবিবুল ইসলাম ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। তিনি বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল হচ্ছে স্বাস্থ্য সেবার আস্থার প্রতীক। যদিও বেডে সিট না পাওয়ায় মেঝেতে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। তারপরেও সেবার মানে আমরা খুশি।’ 

শয্যা সংকট থাকলেও চিকিৎসা সেবা নিয়ে রোগী ও তাদের স্বজনেরা সন্তুষ্ট। ছবি: আজকের পত্রিকাঈশ্বরগঞ্জ উপজেলার রাহেলা খাতুন বলেন, ‘প্রত্যেকটা ওয়ার্ডের বেড ও মেঝেতে রোগী ছাড়াও বারান্দায় অসংখ্য রোগী রয়েছে। রোগীর জন্য হাঁটাও যায় না। এত রোগী থাকার কারণে চিকিৎসকরাও সব রোগী দেখতে হিমশিম খাচ্ছে। সকাল ৯টায় এক ওয়ার্ডে রাউন্ড শুরু হলে ১১টা সাড়ে ১১টার দিকে শেষ হয়।’ তিনি আরও বলেন, চিকিৎসকেরা চেষ্টা করছেন সঠিক সেবা নিশ্চিত করার জন্য। এখান থেকে বিনা মূল্যে ওষুধ দেওয়ার পাশাপাশি যাবতীয় পরীক্ষাও কমমূল্যে করানো সম্ভব হচ্ছে। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী বলেন, ‘এই অঞ্চলের মানুষের আস্থার প্রতীক এই হাসপাতালের সেবার মান অটুট রাখার জন্য আমরা বদ্ধপরিকর। করোনা থেকে শুরু করে এখন পর্যন্ত সকল চিকিৎসকেরা আন্তরিকভাবে কাজ করছে। সারা দেশে অক্সিজেন সিলিন্ডার সংকট হলেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার রোগীর অনেক চাপ থাকার পরেও কোনো সংকট হয়নি। কোনো মানুষ হাসপাতালে আসতে পারলেই সর্বোচ্চ সেবাটুকু নিয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছে। সাধারণ রোগীদের বিশ্বাস আমাদের মনোবল আরও সেবার দিক দিয়ে বৃদ্ধি করছে।’ 

বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলা ছাড়াও গাজীপুর, সুনামগঞ্জ এবং রংপুরের রোগীরা চিকিৎসা সেবা নিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। ছবি: আজকের পত্রিকা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম কিবরিয়া বলেন, এই চেয়ারে বসার যেহেতু সুযোগ পেয়েছি, তাই মানুষের সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করছি। হাসপাতালে কোনো রোগী আসলে সেবা পাবে না তা হতে পারে না। শতভাগ সেবা নিশ্চিত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এসে এখানে ভর্তি হচ্ছে। তবে ১ হাজার শয্যার হাসপাতালটিতে গড়ে ৩০০০-৩২০০ রোগী দৈনিক ভর্তি থাকায় তাদের কিছুটা কষ্ট করতে হয়। অনেকে মেঝেতে এবং বারান্দায় শুয়ে সেবা নিচ্ছেন। ইচ্ছা থাকলেও সবাইকে বেড দেওয়া সম্ভব হচ্ছে না। ভালো মানের তিন বেলা খাবারের পাশাপাশি বিনা মূল্যে ওষুধ দেওয়া হচ্ছে প্রত্যেক রোগীকে। স্বল্পমূল্যে ধরনের পরীক্ষা-নিরীক্ষাও করানো হচ্ছে। 

মো. গোলাম কিবরিয়া আরও বলেন, ‘নতুন একটি বিল্ডিং হচ্ছে ১৭ তলা। আগামী ২০২৬ সালে সেটি উদ্বোধন করা হবে। এখানে ৪৬০টি বেড থাকবে। এছাড়াও আরও দুইটি ভবন হচ্ছে। মানুষকে সেবা দিতে সরকার বদ্ধপরিকর। আমরাও সরকারের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে সেবার মান ঠিক রাখার চেষ্টা করছি। সারা দেশে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটা সুনাম রয়েছে। সেটা সকলের সহযোগিতায় অক্ষুণ্ন রাখতে চাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
টানা চতুর্থ দিনের মতো শাহবাগে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। ছবি: ফোকাস বাংলা
টানা চতুর্থ দিনের মতো শাহবাগে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। ছবি: ফোকাস বাংলা

‎শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। টানা চার দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা সোয়া ২টা থেকে তাঁরা শাহবাগে অবস্থান নেন।

‎অবরোধের ফলে শাহবাগ মোড় বন্ধ হয়ে যায় এবং এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। এতে এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

‎আগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তাঁরা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। সোয়া ২টার পর তাঁরা শাহবাগ মোড় বন্ধ করে দেন।

‎গত শুক্রবার দুপুর থেকে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দিয়েছেন।

‎গতকাল সারা দেশের বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। পরে রাত ১০টার দিকে খুনিদের গ্রেপ্তার, বাংলাদেশে থাকা ভারতীয়দের কাজের অনুমতি বাতিলসহ চার দফা দাবি ঘোষণা করেন সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

‎ইনকিলাব মঞ্চের চার দফা হলো—

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনা প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা http://apply.ku.ac.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফল জানতে পারবে।

আজ দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ না করলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ জানুয়ারি। আগামী ১২ থেকে ১৩ জানুয়ারি (সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা) পর্যন্ত মেধাতালিকা থেকে ভর্তি করা হবে।

এদিকে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চারটি ইউনিটের প্রধানেরা নিজ নিজ ইউনিটের ফলাফল উপস্থাপন করেন। সভায় চূড়ান্ত পর্যবেক্ষণ ও অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, সব স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং ভর্তি কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল) ও ‘ডি’ ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনী প্রতিনিধি
ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল। ছবি: আজকের পত্রিকা
ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় নেতা-কর্মীরা। আজ সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কাছে তাঁর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

একই আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনুও মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ছাড়া ফেনী-২ আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ও ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু মনোনয়নপত্র জমা দেন।

জানতে চাইলে আবদুল আউয়াল মিন্টু আজকের পত্রিকাকে বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আরেকজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এটি দলের অনুমতি নিয়েই হয়েছে। তবে নেত্রীর বিকল্প কেউ নেই, তাঁর অসুস্থতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, চেয়ারপারসন মাঠে না থাকলেও নির্বাচনী প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।

রফিকুল আলম মজনু বলেন, ‘খালেদা জিয়া এই আসন থেকে বিপুল ভোটে বারবার নির্বাচিত হয়েছেন। তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি খালেদা জিয়াকে সহযোগিতার জন্য কাজ করব।’

উল্লেখ্য, ফেনীর তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট ৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ১৩ জন, ফেনী-২ আসনে ১৬ জন ও ফেনী-৩ আসনে ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়া প্রতিনিধি
বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া আছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা তিনটার দিকে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের (লালু) নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তাঁর স্বাক্ষরের বদলে আঙুলের ছাপ নেওয়া হয়েছে।

এর আগে, বেলা দেড়টার দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

এ সময় জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জানান তালুকদার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তিনি ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়নপত্রে খালেদা জিয়া স্বাক্ষরের বদলে তাঁর আঙুলের ছাপ দিয়েছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) ও তারেক রহমান বগুড়া-৭ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত