নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় বাড়ির পাশে খেলা করার সময় রাকেল নামে এক শিশুকে মারধর করে প্রতিবেশী ছেলেরা। এ ঘটনার বিচার চাইতে গেলে রাকেলের মা ছালেমা খাতুনকেও পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মারা যান ছালেমা।
উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার ছালেমা খাতুন (৩২) বাড়হা উত্তরপাড়া গ্রামের মো. আব্দুল বারেকের স্ত্রী।
এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি বিকেলে ছালেমার ছেলে রাকেল মিয়া (১০) প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে বাড়ির পূর্বপাশে মাঠে গোল্লাচুট খেলাতে যায়। খেলাধুলার একপর্যায়ে একই গ্রামের মানিক মিয়ার ছেলে রমজান মিয়া ওরফে জুনাইদ রাকেলকে মারধর করে।
পরে রাকেল বিষয়টি তার মা ছালেমাকে জানালে ছেলেকে মারধরের বিচার চাইতে প্রতিবেশীর বাড়িতে যান তিনি। ওই সময় প্রতিবেশী হেলাল মিয়ার স্ত্রী খাদিজা খাতুন ঝাড়ু দিয়া ছালেমাকে মারধর করেন।
এ সময় হেলাল মিয়াসহ তাঁর ছেলে শাহিন মিয়া, মোসলেম উদ্দিনের ছেলে আলাল মিয়ার এলোপাতাড়ি কিল-ঘুষিতে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ছালেমা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীকালে ছালেমাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে নিজ বাড়িতে গতকাল রাত ১১টার দিকে বুকের ব্যথা উঠে মারা যান।
এ ঘটনার খবর পেয়ে পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পাঁচজনকে আটক করে। এ বিষয়ে নিহত ছালেমার বাবা সাদত আলী বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা করেন। এতে খাদিজা খাতুনসহ আটজনের নামউল্লেখসহ আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খাদিজা খাতুনসহ আটক পাঁচজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনা তদন্তের পাশাপাশি অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

নেত্রকোনার পূর্বধলায় বাড়ির পাশে খেলা করার সময় রাকেল নামে এক শিশুকে মারধর করে প্রতিবেশী ছেলেরা। এ ঘটনার বিচার চাইতে গেলে রাকেলের মা ছালেমা খাতুনকেও পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মারা যান ছালেমা।
উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার ছালেমা খাতুন (৩২) বাড়হা উত্তরপাড়া গ্রামের মো. আব্দুল বারেকের স্ত্রী।
এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি বিকেলে ছালেমার ছেলে রাকেল মিয়া (১০) প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে বাড়ির পূর্বপাশে মাঠে গোল্লাচুট খেলাতে যায়। খেলাধুলার একপর্যায়ে একই গ্রামের মানিক মিয়ার ছেলে রমজান মিয়া ওরফে জুনাইদ রাকেলকে মারধর করে।
পরে রাকেল বিষয়টি তার মা ছালেমাকে জানালে ছেলেকে মারধরের বিচার চাইতে প্রতিবেশীর বাড়িতে যান তিনি। ওই সময় প্রতিবেশী হেলাল মিয়ার স্ত্রী খাদিজা খাতুন ঝাড়ু দিয়া ছালেমাকে মারধর করেন।
এ সময় হেলাল মিয়াসহ তাঁর ছেলে শাহিন মিয়া, মোসলেম উদ্দিনের ছেলে আলাল মিয়ার এলোপাতাড়ি কিল-ঘুষিতে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ছালেমা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীকালে ছালেমাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে নিজ বাড়িতে গতকাল রাত ১১টার দিকে বুকের ব্যথা উঠে মারা যান।
এ ঘটনার খবর পেয়ে পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পাঁচজনকে আটক করে। এ বিষয়ে নিহত ছালেমার বাবা সাদত আলী বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা করেন। এতে খাদিজা খাতুনসহ আটজনের নামউল্লেখসহ আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।
পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, খাদিজা খাতুনসহ আটক পাঁচজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনা তদন্তের পাশাপাশি অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
২৩ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
৩৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে