Ajker Patrika

মেলান্দহে সরিষা ফুলে ছেয়ে গেছে মাঠ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৬: ১৩
মেলান্দহে সরিষা ফুলে ছেয়ে গেছে মাঠ

জামালপুরের মেলান্দহে সরিষা ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ, দৃষ্টিজুড়ে হলুদের অপার সৌন্দর্যের সমারোহ। ভোর সকালে সরিষাখেতের ওপর ভেসে থাকা কুয়াশা সকালবেলার প্রকৃতি মনোমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করেছে। এমন দৃশ্য কৃষকের পাশাপাশি এলাকার মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এবার সরিষার ভালো ফলন নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকেরা। 

বৃহস্পতিবার মেলান্দহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সরিষার সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। এ যেন এক অপরূপ সৌন্দর্যের দৃশ্য। দেখে মনে হচ্ছে প্রকৃতিকন্যা গায়ে হলুদবরণ মেখে সেজেছে। মৌমাছির গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে পদার্পণ সত্যিই যেন মনোমুগ্ধকর এক মুহূর্ত। ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষার মাঠজুড়ে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের বিনোদনপ্রেমীরা। সরিষাখেত ঘুরে ঘুরে দেখছেন তাঁরা। 

সরিষা খেতের আইল দিয়ে যাচ্ছেন গ্রামের এক কৃষকউপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১৬০ হেক্টর আর সরিষা চাষ হয়েছে ৩ হাজার ৮৬০ হেক্টর জমিতে। সরিষা চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। 

মেলান্দহ উপজেলার বীর ঘোষেরপাড়া এলাকার এক কৃষক বলেন, ‘গত বছর থেকে এবার সরিষা বুনছি কম। সরিষা আবাদে খরচ অনেক কম, কিন্তু দাম যদি একটু হয়, তাহলে আমাদের একটু ভালো হবে।’ 

সরিষা খেতের পাশে ছোট রাস্তা দিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছেন শিক্ষার্থীরাবাগবাড়ী এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, ‘আমার সরিষাখেত খুবই ভালো হয়েছে। দুই দিন হালকা বৃষ্টি হলো। যদি বেশি বৃষ্টি হয়, তাহলে খেতের ক্ষতি হবে। কারণ বৃষ্টি হলে ফুল নষ্ট হয়ে যায়। যদি বৃষ্টিবাদল না হয়, তাহলে একটু লাভের মুখ দেখতে পারব।’ 

সরিষাখেতে ঘুরতে আসা নাহিদ হাসান নামে একজন বলেন, ‘সরিষাখেতে ঘুরতে এসেছি, খুবই ভালো লাগতাছে। চোখ যত দূর যায় তত দূর শুধু হলুদ আর হলুদ। গত বছর ঘুরতে এসেছিলাম। গতবারের থেকে এবার একটু বেশি ভালো লাগতেছে।’ 

রাস্তার দুধারে সরিষা খেতের অপরূপ সৌন্দর্যএ ব্যাপারে মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহাম্মেদ জানান, গত বছরের তুলনায় এ বছর সবচেয়ে বেশি সরিষার ফলন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে কোনো ধরনের ক্ষতি না হলে মেলান্দহ উপজেলায় সরিষা আবাদের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, সরিষা চাষের জমিগুলো উর্বর বেশি থাকায় কৃষকেরা এবার বোরো চাষেও ভালো সুফল পাবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত