
টানা দুই দিনের বৃষ্টির পানিতে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। এতে সড়কটি দিয়ে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। সড়ক ও জনপথ বিভাগ সড়কটি মেরামতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে।
সোমবার সকালে গিয়ে দেখা গেছে, গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জের মহেষকুড়া ঈদগাহ মাঠসংলগ্ন সড়কের বিশাল অংশ ভেঙে পাশের ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে। এতে সৃষ্টি হয়েছে বিশাল আকৃতির গর্তের। এতে বিভিন্ন যানবাহন আটকা পড়ে আছে। সড়কের পশ্চিম পাশে বিভিন্ন যানবাহন যাত্রীর জন্য অপেক্ষা করছে। দেওয়ানগঞ্জ বাজার থেকে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠছেন যাত্রীরা। গত বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে রাস্তাটির এমন অনেক জায়গায়ই ভাঙনের সৃষ্টি হয়েছে।
অটোরিকশাচালক মো. সুজন মিয়া বলেন, ‘দুই পাশের মাটি সরে সড়ক ধসে গেছে। আমরা বেকায়দায় পড়েছি। অটো নিয়ে এদিকেও যেতে পারি না অন্য দিকেও যেতে পারি না। এতে আয়-রোজগার কমে গেছে।’
স্থানীয় রাজাপুর দাখিল মাদ্রাসার প্রভাষক আমিনুল ইসলাম বুলবুল বলেন, গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টির পানিতে সড়কের বিভিন্ন জায়গায় ধসে গর্ত সৃষ্টি হওয়াতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত মেরামত করার দাবি করছি।
কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী বাবুল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গাজীপুর থেকে হোসেনপুর সড়কের ১০-১৫টি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা মেরামত কাজ করছি। খুব দ্রুত দেওয়ানগঞ্জের ভেঙে যাওয়া অংশটি মেরামত করব।’

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৪ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
১৫ মিনিট আগে