নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

টানা দুই দিনের বৃষ্টির পানিতে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। এতে সড়কটি দিয়ে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। সড়ক ও জনপথ বিভাগ সড়কটি মেরামতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে।
সোমবার সকালে গিয়ে দেখা গেছে, গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জের মহেষকুড়া ঈদগাহ মাঠসংলগ্ন সড়কের বিশাল অংশ ভেঙে পাশের ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে। এতে সৃষ্টি হয়েছে বিশাল আকৃতির গর্তের। এতে বিভিন্ন যানবাহন আটকা পড়ে আছে। সড়কের পশ্চিম পাশে বিভিন্ন যানবাহন যাত্রীর জন্য অপেক্ষা করছে। দেওয়ানগঞ্জ বাজার থেকে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠছেন যাত্রীরা। গত বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে রাস্তাটির এমন অনেক জায়গায়ই ভাঙনের সৃষ্টি হয়েছে।
অটোরিকশাচালক মো. সুজন মিয়া বলেন, ‘দুই পাশের মাটি সরে সড়ক ধসে গেছে। আমরা বেকায়দায় পড়েছি। অটো নিয়ে এদিকেও যেতে পারি না অন্য দিকেও যেতে পারি না। এতে আয়-রোজগার কমে গেছে।’
স্থানীয় রাজাপুর দাখিল মাদ্রাসার প্রভাষক আমিনুল ইসলাম বুলবুল বলেন, গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টির পানিতে সড়কের বিভিন্ন জায়গায় ধসে গর্ত সৃষ্টি হওয়াতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত মেরামত করার দাবি করছি।
কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী বাবুল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গাজীপুর থেকে হোসেনপুর সড়কের ১০-১৫টি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা মেরামত কাজ করছি। খুব দ্রুত দেওয়ানগঞ্জের ভেঙে যাওয়া অংশটি মেরামত করব।’

টানা দুই দিনের বৃষ্টির পানিতে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। এতে সড়কটি দিয়ে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। সড়ক ও জনপথ বিভাগ সড়কটি মেরামতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে।
সোমবার সকালে গিয়ে দেখা গেছে, গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জের মহেষকুড়া ঈদগাহ মাঠসংলগ্ন সড়কের বিশাল অংশ ভেঙে পাশের ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে। এতে সৃষ্টি হয়েছে বিশাল আকৃতির গর্তের। এতে বিভিন্ন যানবাহন আটকা পড়ে আছে। সড়কের পশ্চিম পাশে বিভিন্ন যানবাহন যাত্রীর জন্য অপেক্ষা করছে। দেওয়ানগঞ্জ বাজার থেকে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠছেন যাত্রীরা। গত বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে রাস্তাটির এমন অনেক জায়গায়ই ভাঙনের সৃষ্টি হয়েছে।
অটোরিকশাচালক মো. সুজন মিয়া বলেন, ‘দুই পাশের মাটি সরে সড়ক ধসে গেছে। আমরা বেকায়দায় পড়েছি। অটো নিয়ে এদিকেও যেতে পারি না অন্য দিকেও যেতে পারি না। এতে আয়-রোজগার কমে গেছে।’
স্থানীয় রাজাপুর দাখিল মাদ্রাসার প্রভাষক আমিনুল ইসলাম বুলবুল বলেন, গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টির পানিতে সড়কের বিভিন্ন জায়গায় ধসে গর্ত সৃষ্টি হওয়াতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত মেরামত করার দাবি করছি।
কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী বাবুল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গাজীপুর থেকে হোসেনপুর সড়কের ১০-১৫টি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা মেরামত কাজ করছি। খুব দ্রুত দেওয়ানগঞ্জের ভেঙে যাওয়া অংশটি মেরামত করব।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩ ঘণ্টা আগে