নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

টানা দুই দিনের বৃষ্টির পানিতে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। এতে সড়কটি দিয়ে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। সড়ক ও জনপথ বিভাগ সড়কটি মেরামতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে।
সোমবার সকালে গিয়ে দেখা গেছে, গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জের মহেষকুড়া ঈদগাহ মাঠসংলগ্ন সড়কের বিশাল অংশ ভেঙে পাশের ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে। এতে সৃষ্টি হয়েছে বিশাল আকৃতির গর্তের। এতে বিভিন্ন যানবাহন আটকা পড়ে আছে। সড়কের পশ্চিম পাশে বিভিন্ন যানবাহন যাত্রীর জন্য অপেক্ষা করছে। দেওয়ানগঞ্জ বাজার থেকে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠছেন যাত্রীরা। গত বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে রাস্তাটির এমন অনেক জায়গায়ই ভাঙনের সৃষ্টি হয়েছে।
অটোরিকশাচালক মো. সুজন মিয়া বলেন, ‘দুই পাশের মাটি সরে সড়ক ধসে গেছে। আমরা বেকায়দায় পড়েছি। অটো নিয়ে এদিকেও যেতে পারি না অন্য দিকেও যেতে পারি না। এতে আয়-রোজগার কমে গেছে।’
স্থানীয় রাজাপুর দাখিল মাদ্রাসার প্রভাষক আমিনুল ইসলাম বুলবুল বলেন, গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টির পানিতে সড়কের বিভিন্ন জায়গায় ধসে গর্ত সৃষ্টি হওয়াতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত মেরামত করার দাবি করছি।
কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী বাবুল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গাজীপুর থেকে হোসেনপুর সড়কের ১০-১৫টি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা মেরামত কাজ করছি। খুব দ্রুত দেওয়ানগঞ্জের ভেঙে যাওয়া অংশটি মেরামত করব।’

টানা দুই দিনের বৃষ্টির পানিতে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। এতে সড়কটি দিয়ে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। সড়ক ও জনপথ বিভাগ সড়কটি মেরামতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে।
সোমবার সকালে গিয়ে দেখা গেছে, গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জের মহেষকুড়া ঈদগাহ মাঠসংলগ্ন সড়কের বিশাল অংশ ভেঙে পাশের ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে। এতে সৃষ্টি হয়েছে বিশাল আকৃতির গর্তের। এতে বিভিন্ন যানবাহন আটকা পড়ে আছে। সড়কের পশ্চিম পাশে বিভিন্ন যানবাহন যাত্রীর জন্য অপেক্ষা করছে। দেওয়ানগঞ্জ বাজার থেকে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠছেন যাত্রীরা। গত বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে রাস্তাটির এমন অনেক জায়গায়ই ভাঙনের সৃষ্টি হয়েছে।
অটোরিকশাচালক মো. সুজন মিয়া বলেন, ‘দুই পাশের মাটি সরে সড়ক ধসে গেছে। আমরা বেকায়দায় পড়েছি। অটো নিয়ে এদিকেও যেতে পারি না অন্য দিকেও যেতে পারি না। এতে আয়-রোজগার কমে গেছে।’
স্থানীয় রাজাপুর দাখিল মাদ্রাসার প্রভাষক আমিনুল ইসলাম বুলবুল বলেন, গাজীপুর-হোসেনপুর হাইওয়ে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টির পানিতে সড়কের বিভিন্ন জায়গায় ধসে গর্ত সৃষ্টি হওয়াতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত মেরামত করার দাবি করছি।
কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী বাবুল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গাজীপুর থেকে হোসেনপুর সড়কের ১০-১৫টি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা মেরামত কাজ করছি। খুব দ্রুত দেওয়ানগঞ্জের ভেঙে যাওয়া অংশটি মেরামত করব।’

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩৪ মিনিট আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৪২ মিনিট আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
১ ঘণ্টা আগে