ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে মো. মঞ্জুরুল হাসান (৪১) নামের বাসের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন।
আজ বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকার একটি গ্যাসচালিত জ্বালানিভর্তি কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল হাসান শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা। তিনি ওই যাত্রীবাহী বাসে সহকারী হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন। তিনি জানান, ‘জুনায়েদ এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে চায়না মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা বিভাজকের ওপর উঠে গিয়ে সেটি ভেঙে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের সহকারী মঞ্জুরুল হাসান মারা যান। এ সময় অন্তত ১৯ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসচালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে শিশুসহ সাতজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে মো. মঞ্জুরুল হাসান (৪১) নামের বাসের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন।
আজ বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকার একটি গ্যাসচালিত জ্বালানিভর্তি কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল হাসান শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা। তিনি ওই যাত্রীবাহী বাসে সহকারী হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন। তিনি জানান, ‘জুনায়েদ এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে চায়না মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা বিভাজকের ওপর উঠে গিয়ে সেটি ভেঙে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের সহকারী মঞ্জুরুল হাসান মারা যান। এ সময় অন্তত ১৯ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসচালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে শিশুসহ সাতজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
৩ মিনিট আগে
কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
৮ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
১২ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
৪১ মিনিট আগে