দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ছোট ভাই মো. বাদশা মিয়া ও নিহত বড় ভাইয়ের নাম শেখ সাদী (৩৫)। তারা দুজনই উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর খাঁ পাড়া গ্রামের আঃ সামাদের ছেলে।
আজ শনিবার ভোর সাড়ে চারটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ সাদী।
স্থানীয়রা বলছে, নিহতের ছোট ভাই বাদশা মিয়া দশ বছর ওমানে থেকে কিছুদিন হলো দেশে ফিরেছেন। তাঁর ওমানে যাওয়ার সময় বড় ভাই শেখ সাদীর কাছে জমি বন্ধক রেখে টাকা নেন তাঁর বাবা। ওই টাকা বাদশা মিয়াকে বিদেশে পাঠাতে ব্যয় করেন তিনি। বাদশা মিয়া ওমান থেকে ফিরে বড় ভাইয়ের পাওনা টাকা পরিশোধ না করে, পিতার বন্ধক রাখা ওই জমিতে নিজেকে অংশীদার হিসেবে দাবি করেন। এ নিয়ে গত বৃহস্পতিবার বাদশা মিয়া শেখ সাদীর দখলে থাকা ওই বন্ধকি জমি জোরপূর্বক দখল নিতে গেলে দুই সহোদরের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই বাদশা মিয়া উত্তেজিত হয়ে বড় ভাই শেখ সাদীকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন শেখ সাদী।
পরে তাঁকে চিকিৎসার জন্য প্রথমে রাজীবপুর হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সারে চারটার দিকে শেখ সাদীর মৃত্যু হয়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর আজকের পত্রিকা কে বলেন, ‘ঘটনাটি আজ সকালে অবগত হয়েছি। নিহত শেখ সাদীর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ছোট ভাই মো. বাদশা মিয়া ও নিহত বড় ভাইয়ের নাম শেখ সাদী (৩৫)। তারা দুজনই উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর খাঁ পাড়া গ্রামের আঃ সামাদের ছেলে।
আজ শনিবার ভোর সাড়ে চারটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ সাদী।
স্থানীয়রা বলছে, নিহতের ছোট ভাই বাদশা মিয়া দশ বছর ওমানে থেকে কিছুদিন হলো দেশে ফিরেছেন। তাঁর ওমানে যাওয়ার সময় বড় ভাই শেখ সাদীর কাছে জমি বন্ধক রেখে টাকা নেন তাঁর বাবা। ওই টাকা বাদশা মিয়াকে বিদেশে পাঠাতে ব্যয় করেন তিনি। বাদশা মিয়া ওমান থেকে ফিরে বড় ভাইয়ের পাওনা টাকা পরিশোধ না করে, পিতার বন্ধক রাখা ওই জমিতে নিজেকে অংশীদার হিসেবে দাবি করেন। এ নিয়ে গত বৃহস্পতিবার বাদশা মিয়া শেখ সাদীর দখলে থাকা ওই বন্ধকি জমি জোরপূর্বক দখল নিতে গেলে দুই সহোদরের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই বাদশা মিয়া উত্তেজিত হয়ে বড় ভাই শেখ সাদীকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন শেখ সাদী।
পরে তাঁকে চিকিৎসার জন্য প্রথমে রাজীবপুর হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সারে চারটার দিকে শেখ সাদীর মৃত্যু হয়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর আজকের পত্রিকা কে বলেন, ‘ঘটনাটি আজ সকালে অবগত হয়েছি। নিহত শেখ সাদীর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৪ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে