Ajker Patrika

ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপ কিশোরের, মারা গেল দুজনেই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপ কিশোরের, মারা গেল দুজনেই

নদে গোসলে নেমে ডুবে যাচ্ছিল এক শিশু। এ সময় তাকে বাঁচাতে নদে ঝাঁপ দেয় আরেক কিশোর। এরপর দুজনেই নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। আজ সোমবার ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে।

বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ একজনকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্যজনকে রাত ৮টার দিকে নদ থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।’ 

মারা যাওয়া শিশু-কিশোর হলো উচাখিলা ইউনিয়নের উজানচর নওপাড়া এলাকার আবদুল কাদিরের ছেলে ফয়সাল (১৫), অপরজন একই এলাকার শিরু মিয়ার ছেলে পৃথিবী (১২)। 

উজানচর নওপাড়া এলাকার বাসিন্দা নুরুল হক জানান, আজ বিকেলে বালুর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিল ফয়সাল। ওই সময় গোসলে নামে শিশু পৃথিবী। ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে ফয়সাল নদে ঝাঁপ দেয়। এ সময় সেও নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করে। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত