ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতালের সমাবেশে র্যাবের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার হরতালে সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেন জোটের নেতা–কর্মীরা। মিছিল শেষে স্টেশন রোড এলাকায় সমাবেশ করলে র্যাব বাধা দেয়। এতে শুরু হয় তর্কাতর্কি। একপর্যায়ে সমাবেশে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে র্যাব কয়েকজনকে আটকের চেষ্টা করলে নেতা–কর্মীরা গণগ্রেপ্তারের দাবি জানালে র্যাব সদস্যরা চলে যান।
হরতালে সকাল থেকে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলে যায়। এদিকে হরতাল সমর্থনে বিএনপি নৈতিক ভাবে সমর্থন দিলেও তাদের কাউকে মাঠে দেখা যায়নি।
হরতালে বামজোটের মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক শেখর রায়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. শাহজাহান, বামজোটের জোনাল ইনচার্জ ঈমাম হোসেন খোকন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নগর আহ্বায়ক আজাহারুল ইসলাম আজাদসহ প্রমুখ নেতৃবৃন্দ।
র্যাবের বাধা প্রদানের বিষয়ে সিপিবির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। হঠাৎ আট দশটি গাড়িতে করে র্যাব কর্মকর্তারা এসে আমাদের কয়েকজন নেতা-কর্মীকে আটকের চেষ্টা করেন। আমরা গণগ্রেপ্তার দাবি জানালে তারা পিছু হটেন।’
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ লিগ্যাল অফিসার ও পুলিশের জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, ‘তিনি এসব বিষয়ে অবগত নন। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘হরতালের কর্মসূচি মাথায় রেখে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হরতালে রাস্তাঘাটে তেমন কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক ভাবেই চলছে সবকিছু।’

ময়মনসিংহে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতালের সমাবেশে র্যাবের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার হরতালে সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেন জোটের নেতা–কর্মীরা। মিছিল শেষে স্টেশন রোড এলাকায় সমাবেশ করলে র্যাব বাধা দেয়। এতে শুরু হয় তর্কাতর্কি। একপর্যায়ে সমাবেশে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে র্যাব কয়েকজনকে আটকের চেষ্টা করলে নেতা–কর্মীরা গণগ্রেপ্তারের দাবি জানালে র্যাব সদস্যরা চলে যান।
হরতালে সকাল থেকে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলে যায়। এদিকে হরতাল সমর্থনে বিএনপি নৈতিক ভাবে সমর্থন দিলেও তাদের কাউকে মাঠে দেখা যায়নি।
হরতালে বামজোটের মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক শেখর রায়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. শাহজাহান, বামজোটের জোনাল ইনচার্জ ঈমাম হোসেন খোকন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নগর আহ্বায়ক আজাহারুল ইসলাম আজাদসহ প্রমুখ নেতৃবৃন্দ।
র্যাবের বাধা প্রদানের বিষয়ে সিপিবির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। হঠাৎ আট দশটি গাড়িতে করে র্যাব কর্মকর্তারা এসে আমাদের কয়েকজন নেতা-কর্মীকে আটকের চেষ্টা করেন। আমরা গণগ্রেপ্তার দাবি জানালে তারা পিছু হটেন।’
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ লিগ্যাল অফিসার ও পুলিশের জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, ‘তিনি এসব বিষয়ে অবগত নন। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘হরতালের কর্মসূচি মাথায় রেখে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হরতালে রাস্তাঘাটে তেমন কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক ভাবেই চলছে সবকিছু।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে