নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের নুরুল্লারচর এলাকায় অবস্থিত ডিজনি চিলড্রেন পার্কটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শিশুপার্কের ভেতর স্কুল-কলেজগামী তরুণ-তরুণীদের অশালীন কার্যক্রমের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ দাবি তোলা হয়।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিংধা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে এলাকার শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য হেলেনা আক্তার, হালিমা খাতুন, জিন্নাতুল ইসলাম, সাইদুল ইসলাম ও আব্দুল কাইয়ুম।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্কটি স্থাপনের পর থেকে অসামাজিক কাজসহ অশ্লীলতা ও বেহায়াপনা দিন দিন বেড়েই চলেছে। এলাকার উঠতি বয়সের তরুণ-তরুণীসহ স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। বিষয়টির প্রতিবাদ করলে পার্কের মালিক মো. নুরুজ্জামান সালাম ও ম্যানেজার আনোয়ার হোসেন স্থানীয়দের হুমকি দেন। তাই সামাজিক পরিবেশে ও শান্তি-নিরাপত্তা নিশ্চিতে পার্কটি বন্ধ করতে হবে। পরে পার্কটি বন্ধের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে পার্কের মালিক মো. নুরুজ্জামান সালামের মোবাইল ফোনে কল দিলেও তিনি রসিভ করেননি।
পার্কটির ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, ‘পার্কের মালিকের সঙ্গে তাঁর ভাতিজার জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের কারণে তারা নানান অপপ্রচার চালাচ্ছে। পার্কের ভেতরে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না। সব সময় চেষ্টা করছি পার্কের শৃঙ্খলা ঠিক রাখতে।’
বারহাট্টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম আজ রোববার দুপুরে বলেন, ‘ডিজনি পার্কে অসামাজিক কার্যক্রমের বিষয়ে জানতে পেরেছি। আজ পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের নুরুল্লারচর এলাকায় অবস্থিত ডিজনি চিলড্রেন পার্কটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শিশুপার্কের ভেতর স্কুল-কলেজগামী তরুণ-তরুণীদের অশালীন কার্যক্রমের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ দাবি তোলা হয়।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিংধা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে এলাকার শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য হেলেনা আক্তার, হালিমা খাতুন, জিন্নাতুল ইসলাম, সাইদুল ইসলাম ও আব্দুল কাইয়ুম।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্কটি স্থাপনের পর থেকে অসামাজিক কাজসহ অশ্লীলতা ও বেহায়াপনা দিন দিন বেড়েই চলেছে। এলাকার উঠতি বয়সের তরুণ-তরুণীসহ স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। বিষয়টির প্রতিবাদ করলে পার্কের মালিক মো. নুরুজ্জামান সালাম ও ম্যানেজার আনোয়ার হোসেন স্থানীয়দের হুমকি দেন। তাই সামাজিক পরিবেশে ও শান্তি-নিরাপত্তা নিশ্চিতে পার্কটি বন্ধ করতে হবে। পরে পার্কটি বন্ধের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে পার্কের মালিক মো. নুরুজ্জামান সালামের মোবাইল ফোনে কল দিলেও তিনি রসিভ করেননি।
পার্কটির ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, ‘পার্কের মালিকের সঙ্গে তাঁর ভাতিজার জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের কারণে তারা নানান অপপ্রচার চালাচ্ছে। পার্কের ভেতরে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না। সব সময় চেষ্টা করছি পার্কের শৃঙ্খলা ঠিক রাখতে।’
বারহাট্টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম আজ রোববার দুপুরে বলেন, ‘ডিজনি পার্কে অসামাজিক কার্যক্রমের বিষয়ে জানতে পেরেছি। আজ পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে