ময়মনসিংহ প্রতিনিধি

মিয়ানমারের মংডু এলাকার নারী আনোয়ারা আক্তার রোজিনাকে (২৬) বিয়ে করার পর মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচারের সিন্ডিকেট গড়ে তোলেন ইলিয়াস কাদের বাবুল (৪৩)। কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জায়গায় তাঁরা মাদক পাচার করতেন। তাঁরা পেটে করে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার করতেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তারের পর এসব জানিয়েছেন ইলিয়াস কাদের বাবুল।
আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম শওকত ইসলাম। গ্রেপ্তার সাতজনের মধ্যে পাঁচজনই রোহিঙ্গা নাগরিক। তাঁরা হলেন মো. শাহেদ, নজরুল ইসলাম, খালেদা আক্তার, মো. তৈয়ব ও আনোয়ারা আক্তার। বাকি দুজন মো. নাজমুল হুদা ও ইলিয়াস কাদের বাবুল।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানা যায়, নেত্রকোনার হরিদাসপুর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে ইলিয়াস কাদের বাবুল। প্রায় এক বছর আগে রোজিনাকে বিয়ে করেন বাবুল। তাঁর আগের আরেকজন স্ত্রী রয়েছেন। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার চর কালীবাড়ি থেকে ইলিয়াস কাদের বাবুলসহ সাতজনকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁরা পেটে করে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার করতেন। এ সময় ৭ হাজার ইয়াবা, ৩৪ বোতল বিদেশি মদ এবং ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম শওকত ইসলাম বলেন, ‘রোজিনাকে বিয়ের পর মাদক কারবারে জড়িয়ে পড়েন বাবুল। গড়ে তোলেন সিন্ডিকেট। কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জায়গায় তাঁরা মাদক পাচার করতেন। পেট থেকে ইয়াবা বের করার পর তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যেতে পারে।’
এ বিষয়ে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মিয়ানমারের মংডু এলাকার নারী আনোয়ারা আক্তার রোজিনাকে (২৬) বিয়ে করার পর মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচারের সিন্ডিকেট গড়ে তোলেন ইলিয়াস কাদের বাবুল (৪৩)। কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জায়গায় তাঁরা মাদক পাচার করতেন। তাঁরা পেটে করে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার করতেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তারের পর এসব জানিয়েছেন ইলিয়াস কাদের বাবুল।
আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম শওকত ইসলাম। গ্রেপ্তার সাতজনের মধ্যে পাঁচজনই রোহিঙ্গা নাগরিক। তাঁরা হলেন মো. শাহেদ, নজরুল ইসলাম, খালেদা আক্তার, মো. তৈয়ব ও আনোয়ারা আক্তার। বাকি দুজন মো. নাজমুল হুদা ও ইলিয়াস কাদের বাবুল।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানা যায়, নেত্রকোনার হরিদাসপুর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে ইলিয়াস কাদের বাবুল। প্রায় এক বছর আগে রোজিনাকে বিয়ে করেন বাবুল। তাঁর আগের আরেকজন স্ত্রী রয়েছেন। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার চর কালীবাড়ি থেকে ইলিয়াস কাদের বাবুলসহ সাতজনকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁরা পেটে করে দেশের বিভিন্ন জায়গায় ইয়াবা পাচার করতেন। এ সময় ৭ হাজার ইয়াবা, ৩৪ বোতল বিদেশি মদ এবং ১ লাখ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম শওকত ইসলাম বলেন, ‘রোজিনাকে বিয়ের পর মাদক কারবারে জড়িয়ে পড়েন বাবুল। গড়ে তোলেন সিন্ডিকেট। কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জায়গায় তাঁরা মাদক পাচার করতেন। পেট থেকে ইয়াবা বের করার পর তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যেতে পারে।’
এ বিষয়ে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২৬ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে