ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে মোবাইল ফোনের ইমো অ্যাপে ভিডিও কলে রেখে জান্নাতুল নাঈম (৪৫) নামের এক রেস্তোরাঁ ব্যবসায়ী আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে নিজের রেস্তোরাঁ থেকে আড়ার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই রাতেই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর চৌরাস্তা আমেনা বেগম রান্নাঘর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে।
রেস্তোরাঁ ব্যবসায়ীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। তিনি বলেন, ‘নিহতের স্ত্রী আমেনা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে ইমো অ্যাপে ভিডিও কলে কথা বলার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।’
স্থানীয় লোকজন জানান, আমেনা বেগম রান্নাঘর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক নাঈম ও তাঁর স্ত্রী আমেনা বেগম। গতকাল সকালে তাঁরা ঝগড়ায় লিপ্ত হন। আমেনা রাজধানীর গুলশানের একটি বাসায় রান্নার কাজ করেন। স্ত্রী কর্মস্থলে চলে গেলে গতকাল রাতে নাঈম ইমো অ্যাপে লাইভে এসে রেস্তোরাঁর আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
নাঈমের স্ত্রী আমেনা বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে আমার স্বামী নিজেই ইমোতে ভিডিও কলে এসে ফাঁসির দৃশ্য দেখান। তাৎক্ষণিক আমি কল কেটে দিয়ে স্থানীয়দের বিষয়টি মোবাইল ফোনে জানাই। স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামীর লাশ রেস্তোরাঁর আড়ার সঙ্গে ঝুলতে দেখেন।’
ওসি কামাল হোসেন জানান, ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করে। পরে লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে মোবাইল ফোনের ইমো অ্যাপে ভিডিও কলে রেখে জান্নাতুল নাঈম (৪৫) নামের এক রেস্তোরাঁ ব্যবসায়ী আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে নিজের রেস্তোরাঁ থেকে আড়ার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই রাতেই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর চৌরাস্তা আমেনা বেগম রান্নাঘর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে।
রেস্তোরাঁ ব্যবসায়ীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। তিনি বলেন, ‘নিহতের স্ত্রী আমেনা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে ইমো অ্যাপে ভিডিও কলে কথা বলার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।’
স্থানীয় লোকজন জানান, আমেনা বেগম রান্নাঘর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক নাঈম ও তাঁর স্ত্রী আমেনা বেগম। গতকাল সকালে তাঁরা ঝগড়ায় লিপ্ত হন। আমেনা রাজধানীর গুলশানের একটি বাসায় রান্নার কাজ করেন। স্ত্রী কর্মস্থলে চলে গেলে গতকাল রাতে নাঈম ইমো অ্যাপে লাইভে এসে রেস্তোরাঁর আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
নাঈমের স্ত্রী আমেনা বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে আমার স্বামী নিজেই ইমোতে ভিডিও কলে এসে ফাঁসির দৃশ্য দেখান। তাৎক্ষণিক আমি কল কেটে দিয়ে স্থানীয়দের বিষয়টি মোবাইল ফোনে জানাই। স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামীর লাশ রেস্তোরাঁর আড়ার সঙ্গে ঝুলতে দেখেন।’
ওসি কামাল হোসেন জানান, ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করে। পরে লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৫ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৬ ঘণ্টা আগে