Ajker Patrika

মসিকে আগামী ৭, ৮ ও ৯ তারিখে গণটিকা প্রয়োগ শুরু

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১০: ৩৭
মসিকে আগামী ৭, ৮ ও ৯ তারিখে গণটিকা প্রয়োগ শুরু

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে আগামী ৭,৮ ও ৯ তারিখে গণটিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে। গতকাল রোববার রাত ৮টায় ভার্চ্যুয়ালি এক আলোচনা সভায় এ কথা জানান মেয়র মো. ইকরামুল হক টিটু। 

মসিক সূত্র জানায়, গত আগস্ট মাসের ৭, ৮ ও ৯ তারিখে ওয়ার্ড পর্যায়ে যারা মডার্না টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তারাই শুধু এ কার্যক্রমে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন। 

প্রত্যেক টিকা গ্রহীতাকে নির্ধারিত তারিখে এবং পূর্বে যে কেন্দ্রে টিকা নিয়েছেন সে কেন্দ্রে টিকা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে তারিখ বা কেন্দ্র পরিবর্তনের কোন সুযোগ নেই। 

এবারও ৩৩ ওয়ার্ডে ৩৩ কেন্দ্রের ৬৬টি বুথে টিকা প্রদান করা হবে। টিকা প্রয়োগের জন্য ৬৬ জন নার্স এবং ৯৯ জন স্বেচ্ছাসেবী ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ এই কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন। 

ভার্চ্যুয়ালি আলোচনা সভায় মসিক মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘সিটি করপোরেশনের নাগরিকেরা অনেকেই হয়তো ২য় ডোজের টিকা প্রদানের তারিখ সম্পর্কে অবহিত নাও থাকতে পারেন। এ জন্য প্রচার প্রচারণা চালিয়ে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে যেন একজন নাগরিকও ২য় ডোজের টিকা থেকে বঞ্চিত না হয়।’ 

এ সময় ভার্চ্যুয়ালি আলোচনা সংযুক্ত ছিলেন, মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র, কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, ডা. তাসমিয়া জান্নাত, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত