বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যার সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো পর্যন্ত উপজেলায় ১০ হাজার পরিবার পানিবন্দী রয়েছে। সেই সঙ্গে নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে পরিবারগুলো।
পানিবন্দী মানুষ কর্মহীন হয়ে পাড়ায় তাদের মধ্যে দুশ্চিন্তা বেড়েই চলছে। নিম্ন আয়ের পরিবারের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় কষ্টে দিনাতিপাত করছে তারা। সব মিলিয়ে চলতি বন্যায় অনেকটাই বিপাকে পড়েছে পানিবন্দী মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুরাতন ব্রহ্মপুত্র নদ, দশানী ও জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন এলাকা প্লাবিত হয়েছে। এ পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া, মেরুরচর, বগারচর ও নিলাখিয়া ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে এই এলাকার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার দিনভর বৃষ্টি হওয়ায় বন্যাকবলিত এলাকার মানুষ ছিল চরম দুর্ভোগে। এদিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাংগালপাড়া, কতুবেরচর, চর আইরমারী, মেরুরচর ইউনিয়নের কলকিহারা গ্রাম, টুপকার চর এবং নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা ও কুশলনগর গ্রামে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবার নদীভাঙন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ অন্যরা।
সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, তাঁর ইউনিয়নের বাংগালপাড়া, আইরমারী ও কতুবেরচর গ্রামে গত সাত দিনে জিঞ্জিরাম ও দশানী নদীভাঙনে ২০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের শিকার এসব পরিবার অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। বসতভিটা হারিয়ে নিম্ন আয়ের এসব পরিবার দিশেহারা হয়ে পড়েছে। কুশলনগর, সাজিমারা, আইরমারী, বাংগালপাড়া এলাকায় দশানী ও জিঞ্জিরাম নদীর ভাঙনে বসতভিটা বিলীন হওয়ার আগেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে স্থানীয়রা।
নিলক্ষীয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, কুশলনগর ও সাজিমারায় নদীভাঙনে ১০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীভাঙনের শিকার ও পানিবন্দী পরিবারগুলোকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। প্রয়োজন হলে বন্যাদুর্গত এলাকায় আরও ত্রাণ বিতরণ করা হবে।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যার সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো পর্যন্ত উপজেলায় ১০ হাজার পরিবার পানিবন্দী রয়েছে। সেই সঙ্গে নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে পরিবারগুলো।
পানিবন্দী মানুষ কর্মহীন হয়ে পাড়ায় তাদের মধ্যে দুশ্চিন্তা বেড়েই চলছে। নিম্ন আয়ের পরিবারের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় কষ্টে দিনাতিপাত করছে তারা। সব মিলিয়ে চলতি বন্যায় অনেকটাই বিপাকে পড়েছে পানিবন্দী মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুরাতন ব্রহ্মপুত্র নদ, দশানী ও জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন এলাকা প্লাবিত হয়েছে। এ পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া, মেরুরচর, বগারচর ও নিলাখিয়া ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে এই এলাকার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার দিনভর বৃষ্টি হওয়ায় বন্যাকবলিত এলাকার মানুষ ছিল চরম দুর্ভোগে। এদিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাংগালপাড়া, কতুবেরচর, চর আইরমারী, মেরুরচর ইউনিয়নের কলকিহারা গ্রাম, টুপকার চর এবং নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা ও কুশলনগর গ্রামে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবার নদীভাঙন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ অন্যরা।
সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, তাঁর ইউনিয়নের বাংগালপাড়া, আইরমারী ও কতুবেরচর গ্রামে গত সাত দিনে জিঞ্জিরাম ও দশানী নদীভাঙনে ২০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের শিকার এসব পরিবার অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। বসতভিটা হারিয়ে নিম্ন আয়ের এসব পরিবার দিশেহারা হয়ে পড়েছে। কুশলনগর, সাজিমারা, আইরমারী, বাংগালপাড়া এলাকায় দশানী ও জিঞ্জিরাম নদীর ভাঙনে বসতভিটা বিলীন হওয়ার আগেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে স্থানীয়রা।
নিলক্ষীয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, কুশলনগর ও সাজিমারায় নদীভাঙনে ১০টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীভাঙনের শিকার ও পানিবন্দী পরিবারগুলোকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। প্রয়োজন হলে বন্যাদুর্গত এলাকায় আরও ত্রাণ বিতরণ করা হবে।

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩১ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৪ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে