গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁওয়ে ঈদের দিন থেকে হাজারো দর্শনার্থী ভিড় করছেন দত্তেরবাজার ইউনিয়নের নতুন বাজার এলাকার সাত কন্যা গল্প কুঠিরে। নব নির্মিত এই বিনোদন কেন্দ্র দেখতে দূর-দুরান্ত থেকে আসছেন ভ্রমণপিপাসুরা।
কুঠিরের উদ্যোক্তা নিগুয়ারী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভ্রমণপিপাসু মানুষদের জন্য চার ভাই মিলে তাঁদের সাত কন্যার নামে এই বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে অনেকে পরিবার পরিজন নিয়ে নিরিবিলি এক খণ্ড অবসর কাটাতে চায়। সেই ভাবনা থেকে এই সাত কন্যা গল্প কুঠির।
এবারের ঈদুল ফিতরে জন সাধারণের জন্য খুলে দেয়া হয় নব নির্মিত এই বিনোদন কেন্দ্র। সাতটি কুঠিরই সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর ফাঁকে ক্লান্তিতে বিশ্রামের জন্য কংক্রিটের ছাতা ও বেঞ্চ রয়েছে। খাবার মেন্যুতে রয়েছে ফাস্ট ফুড, দেশি ও চায়নিজ। তবে এখানকার মূল আকর্ষণ হবে ভরা বর্ষায় থই থই পানির মাঝে দাঁড়িয়ে থাকা এই সাত কন্যা কুঠিরের অবকাশ কেন্দ্রগুলো।
নতুন বাজার এলাকার ওষুধ ব্যবসায়ী আব্দুল হাই রতন বলেন, ঈদের দিন থেকে প্রতিদিনই শত শত মানুষ ঘুরতে আসছে। উপজেলা সদর থেকে দূরে হলেও যাতায়াত সুবিধা ও মনোরম পরিবেশের কারণে দর্শনার্থীরা আকর্ষিত হচ্ছে।
পার্শ্ববর্তী শ্রীপুর এলাকা থেকে ঘুরতে আসা সদরুল আমিন ও ফারহানা দম্পতি বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী ছিলাম। দমবন্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে ঈদের ছুটিতে আনন্দ করতে এখানে বেড়াতে আসা।’
বন্ধুদের নিয়ে ঘুরতে আসা পৌর এলাকার মিতুল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাত কন্যা গল্প কুঠিরের কথা জানতে পেরে তাঁরা সাত বন্ধু এখানে ঘুরতে আসেন। তবে খাবারের দাম আর পর্যাপ্ত বাথরুম না থাকার বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সাত কন্যা গল্প কুঠিরের উদ্যোক্তা লুৎফুর রহমান বলেন, ‘আমাদের ভাইদের সাত মেয়ের নামে এই বিনোদন কেন্দ্র গড়ে তুলেছি। এখনো অনেক কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। আগামী দিনে শিশুদের মজার রাইডসহ, পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য ইঞ্জিনচালিত নৌকা, প্যাডেল বোট, সাম্পান ইত্যাদির ব্যবস্থা করা হবে।’
দত্তেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকসানা বেগম বলেন, ‘আমার এলাকায় এই বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ, সেই সঙ্গে মানুষ যাতে নিরাপদে আনন্দ ভ্রমণ করতে পারে এ বিষয়ে আমাদের সকল সহযোগিতা অব্যাহত থাকবে।’
পর্যটকদের নিরাপত্তার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকসহ পুলিশের একটি টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, এখানে গড়ে ওঠা সাত কন্যা গল্প কুঠিরে ভ্রমণ পিপাসুরা নিরাপদে যেন ঘুরে বেড়াতে পারেন সে জন্য পুলিশ নিরাপত্তাসহ সকল সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান বলেন, ‘প্রকৃতির সান্নিধ্যে গড়ে ওঠা নতুন এই বিনোদন কেন্দ্র ভ্রমণ প্রেমীদের প্রত্যাশা পূরণ করবে। আশা করছি আগামী দিনে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই সাত কন্যা গল্প কুঠির।’

গফরগাঁওয়ে ঈদের দিন থেকে হাজারো দর্শনার্থী ভিড় করছেন দত্তেরবাজার ইউনিয়নের নতুন বাজার এলাকার সাত কন্যা গল্প কুঠিরে। নব নির্মিত এই বিনোদন কেন্দ্র দেখতে দূর-দুরান্ত থেকে আসছেন ভ্রমণপিপাসুরা।
কুঠিরের উদ্যোক্তা নিগুয়ারী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভ্রমণপিপাসু মানুষদের জন্য চার ভাই মিলে তাঁদের সাত কন্যার নামে এই বিনোদন কেন্দ্র গড়ে তোলেন। নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে অনেকে পরিবার পরিজন নিয়ে নিরিবিলি এক খণ্ড অবসর কাটাতে চায়। সেই ভাবনা থেকে এই সাত কন্যা গল্প কুঠির।
এবারের ঈদুল ফিতরে জন সাধারণের জন্য খুলে দেয়া হয় নব নির্মিত এই বিনোদন কেন্দ্র। সাতটি কুঠিরই সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর ফাঁকে ক্লান্তিতে বিশ্রামের জন্য কংক্রিটের ছাতা ও বেঞ্চ রয়েছে। খাবার মেন্যুতে রয়েছে ফাস্ট ফুড, দেশি ও চায়নিজ। তবে এখানকার মূল আকর্ষণ হবে ভরা বর্ষায় থই থই পানির মাঝে দাঁড়িয়ে থাকা এই সাত কন্যা কুঠিরের অবকাশ কেন্দ্রগুলো।
নতুন বাজার এলাকার ওষুধ ব্যবসায়ী আব্দুল হাই রতন বলেন, ঈদের দিন থেকে প্রতিদিনই শত শত মানুষ ঘুরতে আসছে। উপজেলা সদর থেকে দূরে হলেও যাতায়াত সুবিধা ও মনোরম পরিবেশের কারণে দর্শনার্থীরা আকর্ষিত হচ্ছে।
পার্শ্ববর্তী শ্রীপুর এলাকা থেকে ঘুরতে আসা সদরুল আমিন ও ফারহানা দম্পতি বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী ছিলাম। দমবন্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে ঈদের ছুটিতে আনন্দ করতে এখানে বেড়াতে আসা।’
বন্ধুদের নিয়ে ঘুরতে আসা পৌর এলাকার মিতুল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাত কন্যা গল্প কুঠিরের কথা জানতে পেরে তাঁরা সাত বন্ধু এখানে ঘুরতে আসেন। তবে খাবারের দাম আর পর্যাপ্ত বাথরুম না থাকার বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সাত কন্যা গল্প কুঠিরের উদ্যোক্তা লুৎফুর রহমান বলেন, ‘আমাদের ভাইদের সাত মেয়ের নামে এই বিনোদন কেন্দ্র গড়ে তুলেছি। এখনো অনেক কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। আগামী দিনে শিশুদের মজার রাইডসহ, পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য ইঞ্জিনচালিত নৌকা, প্যাডেল বোট, সাম্পান ইত্যাদির ব্যবস্থা করা হবে।’
দত্তেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকসানা বেগম বলেন, ‘আমার এলাকায় এই বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ, সেই সঙ্গে মানুষ যাতে নিরাপদে আনন্দ ভ্রমণ করতে পারে এ বিষয়ে আমাদের সকল সহযোগিতা অব্যাহত থাকবে।’
পর্যটকদের নিরাপত্তার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকসহ পুলিশের একটি টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, এখানে গড়ে ওঠা সাত কন্যা গল্প কুঠিরে ভ্রমণ পিপাসুরা নিরাপদে যেন ঘুরে বেড়াতে পারেন সে জন্য পুলিশ নিরাপত্তাসহ সকল সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান বলেন, ‘প্রকৃতির সান্নিধ্যে গড়ে ওঠা নতুন এই বিনোদন কেন্দ্র ভ্রমণ প্রেমীদের প্রত্যাশা পূরণ করবে। আশা করছি আগামী দিনে আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই সাত কন্যা গল্প কুঠির।’

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে