ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নবজাতক ওয়ার্ডে গত দুই দিনে ঠান্ডাজনিত রোগে ২৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী।
ডা. ওয়ায়েজ বলেন, ‘গেল ১৫দিন ধরে ঠান্ডাজনিত রোগে নবজাতক ওয়ার্ডে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। মারাও যাচ্ছে আগের তুলনায় বেশি। এ অবস্থা আরও বেশ কিছুদিন থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ওয়ার্ডটিতে ১১ জন শিশু এবং এর আগের ২৪ ঘণ্টায় ১৪ জন শিশু মারা গেছেন। অর্থাৎ গত দুই দিনে ২৫জন শিশুর মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালে শিশু ও নবজাতক ওয়ার্ডে বর্তমানে ৫৯৬ শিশু ভর্তি আছে। এর মধ্যে বেশির ভাগ শিশুই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত। শিশুদের স্বাস্থ্য সেবায় অভিভাবকদের বাড়তি নজর দিতে হবে। সব সময় শীতের কাপড় শিশুদের পরিয়ে রাখতে হবে। শিশুরা ঠান্ডা এবং কাশিতে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে হবে।’
এ বিষয়ে হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডের প্রধান ডা. নজরুল ইসলাম বলেন, ‘ওয়ার্ডে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যায় বেশি। প্রতিদিন অনেক শিশু দূরদূরান্ত থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। শিশু রোগীর সংখ্যা বাড়তে পারে সেই আশঙ্কায় পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রয়েছে।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নবজাতক ওয়ার্ডে গত দুই দিনে ঠান্ডাজনিত রোগে ২৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী।
ডা. ওয়ায়েজ বলেন, ‘গেল ১৫দিন ধরে ঠান্ডাজনিত রোগে নবজাতক ওয়ার্ডে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। মারাও যাচ্ছে আগের তুলনায় বেশি। এ অবস্থা আরও বেশ কিছুদিন থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ওয়ার্ডটিতে ১১ জন শিশু এবং এর আগের ২৪ ঘণ্টায় ১৪ জন শিশু মারা গেছেন। অর্থাৎ গত দুই দিনে ২৫জন শিশুর মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালে শিশু ও নবজাতক ওয়ার্ডে বর্তমানে ৫৯৬ শিশু ভর্তি আছে। এর মধ্যে বেশির ভাগ শিশুই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত। শিশুদের স্বাস্থ্য সেবায় অভিভাবকদের বাড়তি নজর দিতে হবে। সব সময় শীতের কাপড় শিশুদের পরিয়ে রাখতে হবে। শিশুরা ঠান্ডা এবং কাশিতে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে হবে।’
এ বিষয়ে হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডের প্রধান ডা. নজরুল ইসলাম বলেন, ‘ওয়ার্ডে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যায় বেশি। প্রতিদিন অনেক শিশু দূরদূরান্ত থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। শিশু রোগীর সংখ্যা বাড়তে পারে সেই আশঙ্কায় পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রয়েছে।’

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
১ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযান চলাকালে মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত করা হচ্ছে। কেননা তাঁর পরিবার ও বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, অভিযান চালানো সেনাসদস্যদের নির্যাতনে মারা গেছেন ডাবলু।
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩৬ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১ ঘণ্টা আগে